Ajker Patrika

’৭২-এর সংবিধানের জন্য আন্দোলন চালাতে হবে

রংপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
’৭২-এর সংবিধানের জন্য আন্দোলন চালাতে হবে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান রচনা করেছিলেন সেখানে ধর্মকে আলাদাভাবে দেখা হয়নি। দেশে এখন যে সংবিধান তা বঙ্গবন্ধু প্রণীত নয়। তাই ৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।

গতকাল শুক্রবার রংপুর টাউন হলে পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা দাশগুপ্ত এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তখন ধর্মীয় ভেদ করা হয়নি। স্বাধীনতার পর সে আলোকেই সংবিধান প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে সেই সংবিধানে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করে ফেলা হয়েছে।

রানা দাশগুপ্ত এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাও বাস্তবায়িত হয়নি। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এগুলো বাস্তবায়িত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত