কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীর রাঙ্গাদিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ১ নম্বর ব্যাগিং প্ল্যান্টে গতকাল শনিবার কাজ করছিল কিশোর মো. ইফাত হোসেন। এ সময় বেল্টে আটকা পড়া সারের বস্তা তুলতে গিয়ে কাটা পড়ে তার বাম হাত।
পরে শ্রমিকেরা বিচ্ছিন্ন হাতসহ ইফাত (১৬) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হলেও বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো যায়নি।
ইফাতের মা ইয়াসমিন বেগম বলেন, ‘ইফাত স্থানীয় মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। আমার স্বামী দিনমজুরির কাজ করে সংসার চালাত। কয়েক মাস ধরে তাঁর কোনো কাজ নেই। তাই পরিবারকে সহায়তা করতে এবং নিজের লেখাপড়ার খরচ জোগাতে সার কারখানায় দিনমজুরি কাজ নেয় ইফাত।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ১৮ বছরের নিচে কোনো শ্রমিক কারখানায় প্রবেশের নিয়ম নেই। অথচ ঠিকাদারের মাঝিরা মজুরি খরচ বাঁচাতে অপ্রাপ্ত বয়স্কদের কাজে নিয়ে আসে। তাদের কৌশলে কারখানায় ঢোকানো হয়। এ ক্ষেত্রে ঠিকাদারের চেয়ে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি বেশি।
বিষয়টি স্বীকার করে কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর জলিল বলেন, মাঝে মধ্যে কিছু অপ্রাপ্ত বয়স্ক শ্রমিককে কাজে দেখা যায়। ট্রাকে করে তারা কারখানার ভেতরে ঢোকে। এ কাজ করেন ঠিকাদারের লোকজন। এটা ঠিকাদারের গাফিলতি। দুর্ঘটনার বিষয়টি আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত। তবে এ ঘটনায় পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।’
চট্টগ্রামের কর্ণফুলীর রাঙ্গাদিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ১ নম্বর ব্যাগিং প্ল্যান্টে গতকাল শনিবার কাজ করছিল কিশোর মো. ইফাত হোসেন। এ সময় বেল্টে আটকা পড়া সারের বস্তা তুলতে গিয়ে কাটা পড়ে তার বাম হাত।
পরে শ্রমিকেরা বিচ্ছিন্ন হাতসহ ইফাত (১৬) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হলেও বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো যায়নি।
ইফাতের মা ইয়াসমিন বেগম বলেন, ‘ইফাত স্থানীয় মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। আমার স্বামী দিনমজুরির কাজ করে সংসার চালাত। কয়েক মাস ধরে তাঁর কোনো কাজ নেই। তাই পরিবারকে সহায়তা করতে এবং নিজের লেখাপড়ার খরচ জোগাতে সার কারখানায় দিনমজুরি কাজ নেয় ইফাত।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ১৮ বছরের নিচে কোনো শ্রমিক কারখানায় প্রবেশের নিয়ম নেই। অথচ ঠিকাদারের মাঝিরা মজুরি খরচ বাঁচাতে অপ্রাপ্ত বয়স্কদের কাজে নিয়ে আসে। তাদের কৌশলে কারখানায় ঢোকানো হয়। এ ক্ষেত্রে ঠিকাদারের চেয়ে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি বেশি।
বিষয়টি স্বীকার করে কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর জলিল বলেন, মাঝে মধ্যে কিছু অপ্রাপ্ত বয়স্ক শ্রমিককে কাজে দেখা যায়। ট্রাকে করে তারা কারখানার ভেতরে ঢোকে। এ কাজ করেন ঠিকাদারের লোকজন। এটা ঠিকাদারের গাফিলতি। দুর্ঘটনার বিষয়টি আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত। তবে এ ঘটনায় পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫