Ajker Patrika

ধামরাইয়ের ১৫ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ৪২ জন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮: ২২
ধামরাইয়ের ১৫ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ৪২ জন

ঢাকার ধামরাইয়ে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে গত মঙ্গলবার। এতে মোট ১২ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর ৪২ জন স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

গতকাল বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার। তিনি জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ৬৮৮ জন ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা সংরক্ষিত ওয়ার্ডে দুজন এবং সাধারণ ইউপি সদস্য পদে প্রত্যাহার করেছেন ২৫ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যে ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাঁরা হলেন ভাড়ারিয়া ইউনিয়নের মো. জাহিদ হাসান এবং মাসুদুর রহমান, যাদবপুর ইউনিয়নের মো. আইয়ুব আলী এছাক ও মো. আলাল দেওয়ান, গাংগুটিয়া ইউনিয়নের মো. আমজাদ মোল্লা, সোমবাগ ইউনিয়নের মো. আব্দুল লতিফ ও মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কুশুরা ইউনিয়নের মো. মোল্লা ওমর আলী ও মো. মিন্টু, ধামরাই সদর ইউনিয়নের মো. এনায়েত হোসেন এবং রোয়াইল ইউনিয়নের মো. আতিকুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য যা যা দরকার সবই করা হবে। সেই সঙ্গে নির্বাচনকে গতিশীল করতে আমিসহ কৃষি কর্মকর্তা মো. আরিফুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ইসরাক রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।’

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ অক্টোবর। গতকাল বুধবার ২৭ অক্টোবর প্রতীক দেওয়া হয়েছে। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত