Ajker Patrika

২০১ জনের মনোনয়ন প্রত্যাহার ২ উপজেলায়

রায়পুর ও রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ৪৫
২০১ জনের মনোনয়ন প্রত্যাহার ২ উপজেলায়

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রায়পুরে ৯৭ জন এবং রামগঞ্জে ১০৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

রায়পুর উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জানানো হয়, ১০টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ করা হবে। চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও প্রত্যাহার করে নিয়েছেন ১৯ জন। ২৯ জনের মধ্যে তিনজন বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ২৬ জন প্রার্থী সাতটি ইউনিয়নে নির্বাচন করছেন। এ ছাড়া নারী সদস্য পদে ১০০ জনের মধ্যে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছেন চারজন। ইউপি সদস্য পদে ৪৬০ জনের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১১ জন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা, নুর মোহাম্মদ, শরীফ হোসেন ও মোস্তাক আহমেদ জানান, ১০ ইউপির তিনটিতে চেয়ারম্যান পদে এবং কয়েকটি ওয়ার্ডে ইউপি সদস্য পদে (নারী ও পুরুষ) বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়ায় সেগুলোতে ওই পদে ভোট হচ্ছে না। তবে কোনো ওয়ার্ডেই ভোটগ্রহণ বাদ পড়ছে না। কারণ কোনো না কোনো পদে প্রার্থী থাকছেনই।

রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু তাহের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে ৭৩ জন চেয়ারম্যান, ২৪ জন ইউপি সদস্য এবং ৭ জন নারী ইউপি সদস্য প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত