Ajker Patrika

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি অযৌক্তিক বলল আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৯: ১৮
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি অযৌক্তিক বলল আ.লীগ

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য বিএনপি সরকারের কাছে অযৌক্তিক দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাঁরা বলছেন, বিএনপি বলে সরকার অবৈধ। তাহলে এই অবৈধ সরকারের কাছে তাঁরা এমন দাবি কেন করছেন? গতকাল বৃহস্পতিবার পৃথক কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

খালেদা জিয়াকে অবৈধ সরকারের বাধায় বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।’

সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সকাল-বিকেল অযৌক্তিক দাবি করে যাচ্ছেন। দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসা দেশের আইনের মধ্যে পড়ে না। দণ্ড স্থগিত অবস্থায় কেউ দেশের বাইরে যেতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত