Ajker Patrika

বোরো চাষে খরচ বেড়েছে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৮
বোরো চাষে খরচ বেড়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় এ মৌসুমে বোরো ধান চাষে খরচ বেড়েছে। জমি প্রস্তুত করতে ডিজেলচালিত মেশিন, কীটনাশকসহ আনুষঙ্গিক সব খরচ বাড়ায় অনেকটাই বিপাকে পড়েছেন কৃষকেরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর বোরো চাষে বিঘা প্রতি ১২-১৪ হাজার টাকা খরচ হয়েছে। তবে এ বছর খরচ বেড়ে ১৭-১৮ হাজার টাকা হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৩৪০ হেক্টর জমি।

উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ধান লাগাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধানের চারা রোপণ করতে এসেছেন শ্রমিকেরা।

মাহমুদপুর গ্রাম থেকে ধান লাগাতে আসা কাদের মিয়া বলেন, ‘আমাদের ওদিকে ধান লাগানো শেষ হয়েছে। এদিকে মজুরি বেশি, তাই এখন এদিকে ধান লাগাতে এসেছি। বেলা তিনটার আগেই কাজ শেষ হবে। একদিনের মজুরি ৭০০ টাকা। তাই ওদিক থেকে এ এলাকায় এসেছি ধান লাগানোর জন্য।’

ছবিলাপুর এলাকার কৃষক বাচ্চু মিয়া বলেন, ‘সবকিছুরই দাম বেড়েছে। গত বছরে এক বিঘা জমিতে ধান লাগাতে খরচ হয়েছে ১২ হাজার টাকা। আর এ বছর চারা লাগানো পর্যন্তই এই টাকা শেষ হয়ে গেছে।’

এ কৃষক আরও বলেন, এখনো অনেক কাজ বাকি। সব মিলে এবার বিঘা প্রতি ১৮-১৯ হাজার টাকা খরচ হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় এবার বোরো ফসলের খরচ কিছুটা বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া ধান কাটার জন্য অর্ধেক দামে মেশিন দেওয়া হবে কৃষকদের। এবার বোরো ফসলে ভালো ফলন হবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত