Ajker Patrika

ভেজাল সারে দিশেহারা কৃষক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৫৪
ভেজাল সারে দিশেহারা কৃষক

তরমুজখেতে ভেজাল টিএসপি সার প্রয়োগ করে শতাধিক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। তরমুজখেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ ভেজাল সার বিক্রিকারী বাজারটাকা বাঁধ এলাকার মো. ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হাজারটাকা বাঁধ এলাকায়।

জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হাজারটাকা বাঁধ এলাকায় মো. ইলিয়াস আহম্মেদ সার বিক্রি করে আসছেন। বর্তমানে তরমুজ চাষের উপযুক্ত সময়। এই সময়ে টিএসটি সারের চাহিদা প্রচুর হয়। গত ৮ দিন ওই সার ১ হাজার ২৫০ টাকা বস্তা হিসেবে কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের তরমুজচাষিদের কাছে তিনি বিক্রি করছেন। কৃষকেরা ওই সার ক্রয় করে তরমুজখেতে প্রয়োগ করছেন। কৃষকেরা দেখতে পান সারের মধ্যে মাটি মেশানো। চাপ দিলেই সার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সারের মধ্যে থেকে ঝাঁজালো গন্ধ আসছে না এমন অভিযোগ কৃষকদের। এতে কৃষকদের সন্দেহ হয়। পরে কৃষকেরা ভেজাল সারের কথা বিক্রেতা মো. ইলিয়াসের কাছে বললে তিনি টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের চুপ থাকতে বলেন।

চাউলা গ্রামের তরমুজচাষি মো. দুলাল হাওলাদার বলেন, ‘ইলিয়াসের দোকান থেকে চার বস্তা টিএসটি সার কিনে খেতে ছিটিয়ে দিয়েছি। ওই সার চাপ দিলে ভেঙে যায়। সারের মধ্যে থেকে ঝাঁজালো গন্ধ আসছে না। পরে খোঁজ নিয়ে জানতে পেয়েছি ওই সার ভেজাল। পরে ইলিয়াসকে জানালে তিনি টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাউকে বিষয়টি বলতে নিষেধ করেন।’

একই গ্রামের জাহাঙ্গির মাতবর বলেন, ‘১ হাজার ২৫০ টাকা বস্তা হিসেবে ইলিয়াসের কাছ থেকে সার কিনে খেতে ছিটিয়েছি। ওই সার ভেজাল। এখন তরমুজখেত নিয়ে মহা চিন্তায় আছি।’

সার বিক্রেতা মো. ইলিয়াস আহম্মেদ ভেজাল সার বিক্রির বিষয়ে বলেন, ‘আগে পটুয়াখালী থেকে সার আনতাম। এখন ভেজাল সার দেওয়ার কথা জানতে পেরে আনা বন্ধ করে দিয়েছি।’

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, ‘ঘটনা শুনেছি। ইলিয়াস আমাদের নির্ধারিত খুচরা ডিলার না। ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আবদুল্লাহ বিন রশিদ বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত