Ajker Patrika

শিল্পী সমিতির নির্বাচন: নেতৃত্ব দিতে ফিরলেন মাহমুদ কলি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮: ১৩
শিল্পী সমিতির নির্বাচন: নেতৃত্ব দিতে ফিরলেন মাহমুদ কলি

গত কয়েকবারের মতো এবারও আলোচনার কেন্দ্রে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই আলোচনায় নতুন করে গতি এনেছেন চিত্রনায়ক মাহমুদ কলি। এবার তিনি নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক করে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

বড় ভাই আজিজুর রহমান বুলির হাত ধরে চলচ্চিত্রে আসেন মাহমুদ কলি। সত্তর ও আশির দশকে ‘তুফান’, ‘বাদল’, ‘নওজোয়ান’, ‘টক্কর’সহ ব্যবসাসফল অনেক সিনেমার নায়ক তিনি। নব্বইয়ের দশকের শুরুতে সিনেমা থেকে সরে যান মাহমুদ কলি। মনোযোগী হন ব্যবসায়। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ফেরেন চলচ্চিত্রে। তবে অভিনয় নয়, শিল্পী সমিতির নেতৃত্ব দেওয়ার জন্য। দুইবার করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর আবারও অন্তরালে চলে যান তিনি। সেই মাহমুদ কলি আবার ফিরেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। এবারও অভিনয় নয়, শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সভাপতি পদে। রোববার সন্ধ্যায় বিএফডিসিতে নিপুণ তাঁর প্যানেলের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে মাহমুদ কলির নাম ঘোষণা করেন। 

গত মেয়াদে নিপুণের সভাপতি হিসেবে নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন না করার ঘোষণা দেন তিনি। এরপর থেকে সভাপতির খোঁজে নামেন নিপুণ আক্তার। সোহেল রানা, আহমেদ শরীফ, শাকিব খান, অনন্ত জলিল, আরশাদ আদনানের নাম শোনা গেছে নিপুণের প্যানেলের সভাপতি হিসেবে। তবে কেউ নাকি রাজি হচ্ছিলেন না নিপুণের প্রস্তাবে। অবশেষে রোববার সন্ধ্যায় নিজের প্যানেলের সভাপতি হিসেবে মাহমুদ কলিকে পরিচয় করিয়ে দিয়ে দুশ্চিন্তা থেকে রেহাই পেলেন নিপুণ।  

এ সময় মাহমুদ কলি বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে শুরু থেকেই আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার ফিরেছি শিল্পী সমিতির নেতৃত্ব দিতে, শিল্পী সমিতিকে ভালো অবস্থানে নিয়ে যেতে। সরকার ও চলচ্চিত্রশিল্পের অন্যান্য সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শিল্পী সমাজ ও চলচ্চিত্রের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব। জানি, আমাদের অনেক কিছুই সীমিত। তবু, আত্মবিশ্বাস আছে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। আমি বিশ্বাস করি, সমিতির সব সদস্য বিচক্ষণতার পরিচয় দিয়ে একটি ভালো কমিটি গঠনের সুযোগ করে দেবেন।’

নির্বাচনে নিপুণ আক্তারের প্যানেলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে মাহমুদ কলি বলেন, ‘গত এক-দুই বছর ধরে শিল্পী সমিতি নিয়ে বিভিন্ন কথা সবাই শুনেছেন বা দেখেছেন। আমি দেখেছি এইসব সমস্যার মধ্য দিয়ে নিপুণ বলিষ্ঠ চিত্তে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গেছেন। শিল্পীদের স্বার্থে সব সময় নিজেকে নিবেদিত রেখেছেন। আমার মনে হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও শিল্পী সমাজের জন্য এই মুহূর্তে আমাকে প্রয়োজন আছে। এই বিশ্বাসে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক করে সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’
সভাপতির নাম ঘোষণা করলেও এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেননি নিপুণ। এদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল মিলে তৈরি করছেন আরেকটি প্যানেল।

আগামী ২৭ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৪-২৬ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন। এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

শিল্পীদের দলবদল 
শিল্পী সমিতির এবারের নির্বাচনের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে শিল্পীদের দলবদল। গতবার নিপুণের সঙ্গে একই প্যানেলে নির্বাচন করা ডিএ তায়েব, শাহনূর, নানা শাহ দল ছেড়েছেন। তাঁরা এবার যোগ দিয়েছেন মিশা-ডিপজল প্যানেলে। নিপুণের প্যানেলের সহসাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আগেই সরে দাঁড়িয়েছেন সাইমন সাদিক। তিনি এখনো নির্বাচন না করার সিদ্ধান্তে অটল আছেন। অন্যদিকে মিশার প্যানেল থেকে বের হয়ে নিপুণের প্যানেলে যোগ দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত