Ajker Patrika

আমনের ভালো ফলনের আশা

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫৫
আমনের  ভালো ফলনের আশা

গৌরীপুরে চলতি মৌসুমে ২০ হাজার ৮৫৩ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। এবার ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার ৮২৪ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং পোকার আক্রমণ না হলে কাঙ্ক্ষিত পরিমাণ ধান উৎপাদন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

গতকাল সোমবার সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, আবাদকৃত আমনের জমি সবুজে ছেয়ে আছে। এসব জমি পরিচর্যায় ব্যস্ত ছিলেন কৃষক।

শালীহর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান জানান, তিনি ২৮০ শতক জমিতে আমন ধান রোপণ করেছেন। প্রাথমিকভাবে জমির অবস্থা ভালো রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে তিনি আশানুরূপ ধান পাবেন বলে আশা প্রকাশ করেন।

কাউরাট গ্রামের মো. আলী হায়দার বলেন, এক একর জমিতে তিনি আমন চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় জমির অবস্থা ভালো রয়েছে। পোকার আক্রমণ কিংবা প্রাকৃতিক দুর্যোগ না হলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে বলে তিনি জানান।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি বলেন, এ মৌসুমে উপজেলায় হাইব্রিড ৪৬০ হেক্টর, উফশী এক হাজার ৫৯০ ও স্থানীয় জাতের ধান চার হাজার ৪৮৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪ হাজার ৮২৪ মেট্রিক টন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত