Ajker Patrika

শাওয়ালের ছয় রোজার গুরুত্ব

ড. মো. শাহজাহান কবীর
শাওয়ালের ছয় রোজার গুরুত্ব

আরবি চান্দ্র বছরের দশম মাস শাওয়াল। এ মাস আমল ও ইবাদতের জন্য অত্যন্ত উর্বর। ‘শাওয়াল’ আরবি শব্দ। এর অর্থ হলো উঁচু করা, উন্নতকরণ, পাল্লা ভারী হওয়া ইত্যাদি। প্রতিটি অর্থের সঙ্গেই শাওয়াল মাসের গভীর সম্পর্ক রয়েছে। এ মাসের আমলে উন্নতি লাভ হয়, নেকির পাল্লা ভারী হয়, আমলে সাফল্য আসে, কল্যাণপ্রত্যাশীরা আল্লাহর কাছে দুই হাত প্রসারিত করে প্রার্থনায় মগ্ন হয়। শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখার বরকতে বছরজুড়ে রোজা রাখার সওয়াব মেলে। 

মহানবী (সা.) এরশাদ করেন, ‘যারা রমজানের রোজা পালন করে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখে, তারা যেন সারা বছরই রোজা পালন করে।’ (মুসলিম) শাওয়াল মাসের এ ছয়টি রোজা পালন করা সুন্নত। কারণ মহানবী (সা.) নিজেই তা পালন করেছেন এবং অন্যদেরও পালন করার নির্দেশ দিয়েছেন। শাওয়ালের ছয় রোজা রমজানের কাজা রোজা আদায়ের আগেও রাখা যাবে। যেমন হজরত আয়েশা (রা.) এমনটিই করতেন। তবে সম্ভব হলে আগে ফরজ রোজার কাজা আদায় করাই উত্তম। (ফাতাওয়া ইসলামিয়্যাহ) 

মাসটির যেকোনো দিন এ রোজা আদায় করা যাবে। ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও আদায় করা যাবে। রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য সব রোজার নিয়ত সাহ্‌রির সময়ের মধ্যেই করতে হয়। ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজার ইচ্ছা বা দৃঢ় সংকল্প থাকে, তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহ্‌রি না খেতে পারলেও রোজা হবে। 

লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত