Ajker Patrika

জয়া ও ফেরেশতের গল্প

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬: ৫০
জয়া ও ফেরেশতের গল্প

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ফেরেশতে’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ফেরেশতে’ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে পরিচালক মুর্তজা বলেন, ‘ফেরেশতে মানে নিষ্পাপ প্রাণ। আমাদের প্রত্যেকের ঘরেই এমন নিষ্পাপ প্রাণ রয়েছে। হয়তো কারও মা কিংবা পরিবারের অন্য সদস্য।’

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলীসহ বাংলাদেশের অনেকেই। ইরানি নির্মাতার সিনেমা হলেও সিনেমার পুরো গল্পে বাংলাদেশকেই দেখতে পারবেন দর্শক। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে সিনেমাটি।

ভিন্নভাষী কলাকুশলীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, ‘ইন্টারেস্টিং প্রক্রিয়ায় আমরা সিনেমাটির শুটিং করছি। নির্মাতাসহ কলাকুশলীরা তাঁদের নিজেদের ভাষা (ফারসি) ছাড়া কথা বলেন না। অথচ কী করতে হবে না করতে হবে—সবই আমরা ঠিকঠাক বুঝে যাচ্ছি। এ জন্যই বোধ হয় বলে, সিনেমার নিজস্ব একটা ভাষা আছে!’

সিনেমাটি প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। বিশেষ করে ইরানের নামকরা উৎসব ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দেখানো নির্মাতার প্রধান টার্গেট। এরপর দুই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথাও জানালেন অতাশ জমজম।

‘ফেরেশতে’ সিনেমার শুটিংয়ে শাহেদ আলী, জয়া আহসান ও নির্মাতা অতাশ জমজম

গল্প নিয়ে মুর্তজা অতাশ জমজম বলেন, ‘গল্পটা খুবই সাধারণ। মানুষের ভেতরের সৌন্দর্য, ভালো দিক, জীবনের গভীর সমস্যাগুলো তুলে ধরা হবে। গল্পটি এক রিকশাওয়ালার। ২০ বছর পর এই রিকশাগুলো হয়তো আর থাকবে না। ২০ বছর পর এই কারওয়ান বাজার থাকবে না। চারপাশে হয়তো বিশাল বিশাল কমপ্লেক্স তৈরি হবে। নিউমার্কেট এলাকারও পরিবর্তন হয়ে যাবে। আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে সুন্দর একটা গল্পের মাধ্যমে বর্তমান সময়টাকে ধরে রাখার চেষ্টা করছি।’

জয়া আহসান। জয়া বলেন, ‘পশ্চিমা দেশগুলোতে যখন বাংলাদেশকে তুলে ধরা হয়, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সিনেমার বিষয়বস্তু আমাদের দেশের দুঃখ-দুর্দশা কিংবা হতাশা। এই সিনেমাও সুবিধাবঞ্চিত মানুষের গল্প। কিন্তু কোনোভাবেই হতাশা কিংবা দুঃখ-দুর্দশার সিনেমা নয়। পজিটিভ বাংলাদেশের গল্প। নির্মাতা কোনো ইস্যুভিত্তিক সিনেমা বানাচ্ছেন না। যেটা আমার কাছে এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক বলে মনে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত