Ajker Patrika

ডাস্টবিনের ময়লা মিশেছে জমাট পানিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৫
ডাস্টবিনের ময়লা মিশেছে জমাট পানিতে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী আয়নুন নাহার। গতকাল সোমবার তাঁর বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিন। ফল জানতে সকাল সকাল স্কুলের উদ্দেশে রওনা দেয় নাহার। বাসা থেকে বের হয়েই দেখে রাস্তা পানিতে তলিয়ে গেছে, রাস্তায় কোনো রিকশা নেই। একপর্যায়ে আজিমপুর কলোনি থেকে বাবা ছাতা নিয়ে তাঁকে স্কুলে পৌঁছে দেন। এদিকে বৃষ্টির পানিতে তার জুতা-মোজা ভিজে একাকার। তীব্র ঠান্ডায় কাশি দিতে দিতে আজকের পত্রিকাকে নাহার বলে, ‘বৃষ্টির মধ্যে শীতও লাগছে খুব। বাবা ছাতা নিয়ে এসেছেন, তা-ও ভিজে গেছি আমি।’

আইনুন নাহারের মতো স্কুলশিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামীরাও ভোগান্তি নিয়ে রাস্তায় বের হয়েছেন। আজিমপুর কলোনির বাসিন্দা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত আব্দুল আলীম প্রতিদিনের মতো সকাল সাড়ে আটটার দিকে সচিবালয়ের দিকে রওনা হন। কিন্তু বাসার সামনেই পানি জমে থাকায় তিনি বিপাকে পড়েন। বাসার সামনে থেকে কিছু দূর এগোতেই চৌরাস্তায় খোলা ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়তে দেখেন। বৃষ্টির পানিতে ডাস্টবিনের ময়লা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করে পরে একটি রিকশা ডেকে নেন। বাসার সামনে থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র কয়েক কদম রাস্তা তিনি ১৫ টাকা ভাড়া দিয়ে পার হন।

টানা বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়ে দ্বিগুণ রিকশা ভাড়া দিয়েও গন্তব্যে পৌঁছান অনেকে। তা ছাড়া, রাস্তায় রিকশা, লেগুনাসহ অন্যান্য যানবাহনের সংখ্যাও কম ছিল। যানবাহন সংকটে অনেকেই অফিসে যেতে দেরি করেন। আজিমপুর ছাড়াও পুরান ঢাকার মিটফোর্ড, চানখাঁরপুল ও অন্যান্য এলাকায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত