Ajker Patrika

পলেস্তারা খসে তিন প্রশিক্ষণার্থী আহত

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২: ৪৪
পলেস্তারা খসে তিন প্রশিক্ষণার্থী আহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরিত্যক্ত এই কোর্ট ভবনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ছাড়াও উপজেলা পরিসংখ্যান, শিক্ষা প্রকৌশলী, দারিদ্র্য বিমোচন ও সেটেলমেন্ট অফিস রয়েছে।

আহত নারীরা হলেন উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের গওছেল আজমের স্ত্রী ফিরোজা খাতুন (২৫), মোয়াজ্জেম খানের স্ত্রী কহিনুর বেগম (৩০) ও বাবুলতলা গ্রামের মিনা আক্তার (২০)। তাঁদের মধ্যে মিনা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত তিনজনই মহিলা বিষয়ক অধিদপ্তরের আধুনিক দরজি বিজ্ঞান প্রশিক্ষণার্থী।

সরেজমিনে দেখা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের পুরো অফিসের ছাদেই ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। প্রশিক্ষণ কক্ষে পলেস্তারা খসে মেঝেতে পড়ে আছে। ভয়ে কেউ কক্ষে প্রবেশ করছে না।

মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছি। বিষয়টি বেশ কয়েকবার কর্তৃপক্ষকে বলেছি। রোববার সকালে প্রশিক্ষণ চলাকালীন ছাদের পলেস্তারা ভেঙে প্রশিক্ষণার্থীদের মাথায় পড়ে। এতে তিনজন মারাত্মক আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরই দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। দ্রুতই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নিরাপদ জায়গাতে সরিয়ে আনা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, কোর্ট ভবনটি অনেক পুরোনো এবং ওটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। আমরা খুব দ্রুতই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নিরাপদ জায়গাতে সরিয়ে নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত