Ajker Patrika

তানিন তানহার ঈদ রেসিপি

তানিন তানহা
আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৩: ৩৫
তানিন তানহার ঈদ রেসিপি

তানিন তানহা। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততার ফাঁকে রান্না করতে পছন্দ করেন তিনি। সব ধরনের রান্না করলেও ঝাল খাবার আর সালাদই বেশি পছন্দ তানহার। তিনি বলেন, ‘এক মাস রোজা রাখার পর ঈদে একটু ঝাল খাবারই আমার বেশি ভালো লাগে।’ ঈদ উপলক্ষে তানিন তানহার দুটি 
রেসিপি রইল আপনাদের জন্য।

মুরগির রোস্টমুরগির রোস্ট

উপকরণ
মাঝারি আকারের মুরগি ৩টি, ঘি ১০০ গ্রাম, তেল ১ লিটার, জায়ফল ও জয়ত্রীবাটা ১ চা-চামচ করে, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, পোস্তদানাবাটা আধা চা-চামচ, কাঠবাদাম ও কাজুবাদামবাটা ১ টেবিল চামচ করে, কিশমিশ ১ টেবিল চামচ, আলুবোখারা ও কাঁচা মরিচ ৭ থেকে ৮টি করে, এলাচি ও দারুচিনি ৪টি করে, টক দই, পেঁয়াজবাটা ১ কাপ, চিনি ও লবণ স্বাদমতো, দুধ পানির পরিবর্তে।

প্রণালি
মুরগি রোস্টের আকারে কেটে লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে মেখে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তাতে মুরগির টুকরাগুলো বাদামি রং করে ভেজে তুলুন। এবার কড়াইয়ে ঘি ও তেল দিয়ে সব মসলা দিয়ে ভেজে রাখা মুরগি কষিয়ে রান্না করুন। কষানোর সময় পানির পরিবর্তে অল্প অল্প দুধ দিয়ে নাড়তে থাকুন। মসলাগুলো ভালো করে মুরগির টুকরার গায়ে লেগে যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। হয়ে গেলে নামিয়ে ফেলুন।

মিক্সড সালাদমিক্সড সালাদ

উপকরণ
ডিম, মুরগির মাংস, গাজর, বরবটি, পেঁপে, তিল, লবণ, সরষের তেল, কাঁচা মরিচ, চিলি সস।

প্রণালি
মুরগির হাড়ছাড়া মাংস ও ডিম প্রথমে সেদ্ধ করে নিন। আলাদা পাত্রে সবজিগুলো কেটে অল্প লবণ দিয়ে সেদ্ধ করুন। সব সেদ্ধ হলে পানি ঝরিয়ে একটা বোলে সবজিগুলো নিন। এবার ডিম খোসা ছাড়িয়ে নিন, মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিন। এবার চাইলে অল্প অলিভ অয়েলে সঁতে বা টেলে নিতে পারেন। এরপর তুলে কাঁচা মরিচ কুচি করে কেটে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে মেখে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত