Ajker Patrika

আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ২১
আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমন ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে, বাজারে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয় রয়েছে তাঁদের মনে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ও ১৯ হাজার ৫৩৫ হেক্টরে উফশী জাতের ধান চাষ হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চাষিরা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার জমিতে কেটে রাখা ধান ঘরে তোলায় ব্যস্ত। অনেক জমিতে কৃষি শ্রমিকের পরিবর্তে ধান কাটার কাজ করছে অত্যাধুনিক হারভেস্টর মেশিন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, এবার আমনের ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে প্রায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত