ফোরগ্রাউন্ডে জ্বলছে আগুন। তার আভা ক্রমে ফিকে হতেই স্পষ্ট হলো একটি মুখ—আজমেরী হক বাঁধন। হাতে একগুচ্ছ ফুল নিয়ে এগিয়ে আসছেন। চোখমুখে তাঁর আত্মবিশ্বাসের ঝলকানি। নেটফ্লিক্সের নতুন থ্রিলার সিনেমা ‘খুফিয়া’র টিজারে এভাবেই বাঁধনের দেখা মিলল। গতকাল টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স। ৪৮ সেকেন্ডের এ টিজারে বাঁধনের অনবদ্য উপস্থিতির প্রশংসা এখন সবার মুখে মুখে।
‘খুফিয়া’ নেটফ্লিক্সে বাঁধনের প্রথম কাজ। বলিউডের প্রশংসিত নির্মাতা বিশাল ভরদ্বাজ বানিয়েছেন সিনেমাটি। সে হিসেবে বলিউডেও বাঁধনের প্রথম অভিনয় এটি। আছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ বলিউডের অনেক প্রশংসিত অভিনয়শিল্পী। জানা গেছে, অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এতে একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে তাঁকে।
গত বছর সিনেমাটির শুটিং করতে মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঁধনের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে তিনি জানান বিশাল ভরদ্বাজের একটি সিনেমার জন্য বাঁধনের অডিশন নেওয়ার কথা। কান উৎসব থেকে ফেরার পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তাঁর অডিশন নেয়। এরপর লুক টেস্টের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে যান বাঁধন। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে। তখন নির্মাতা বিশাল ভরদ্বাজ বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশের এই অসাধারণ অভিনেত্রীকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ জানা গেছে, এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’।
আজমেরী হক বাঁধন সম্পর্কিত আরও পড়ুন:
ফোরগ্রাউন্ডে জ্বলছে আগুন। তার আভা ক্রমে ফিকে হতেই স্পষ্ট হলো একটি মুখ—আজমেরী হক বাঁধন। হাতে একগুচ্ছ ফুল নিয়ে এগিয়ে আসছেন। চোখমুখে তাঁর আত্মবিশ্বাসের ঝলকানি। নেটফ্লিক্সের নতুন থ্রিলার সিনেমা ‘খুফিয়া’র টিজারে এভাবেই বাঁধনের দেখা মিলল। গতকাল টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স। ৪৮ সেকেন্ডের এ টিজারে বাঁধনের অনবদ্য উপস্থিতির প্রশংসা এখন সবার মুখে মুখে।
‘খুফিয়া’ নেটফ্লিক্সে বাঁধনের প্রথম কাজ। বলিউডের প্রশংসিত নির্মাতা বিশাল ভরদ্বাজ বানিয়েছেন সিনেমাটি। সে হিসেবে বলিউডেও বাঁধনের প্রথম অভিনয় এটি। আছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ বলিউডের অনেক প্রশংসিত অভিনয়শিল্পী। জানা গেছে, অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এতে একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে তাঁকে।
গত বছর সিনেমাটির শুটিং করতে মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঁধনের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে তিনি জানান বিশাল ভরদ্বাজের একটি সিনেমার জন্য বাঁধনের অডিশন নেওয়ার কথা। কান উৎসব থেকে ফেরার পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তাঁর অডিশন নেয়। এরপর লুক টেস্টের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে যান বাঁধন। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে। তখন নির্মাতা বিশাল ভরদ্বাজ বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশের এই অসাধারণ অভিনেত্রীকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ জানা গেছে, এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’।
আজমেরী হক বাঁধন সম্পর্কিত আরও পড়ুন:
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫