Ajker Patrika

মাদক সেবনের দায়ে ৬ যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০: ৪৩
মাদক সেবনের দায়ে ৬ যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী আশাবাড়ি ও বাঁশতলী এলাকায় মাদক সেবনের দায়ে মোটরসাইকেল আরোহী ছয় যুবকের পাঁচ দিনের কারাদণ্ড হয়েছে। এ সময় অপর একজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া অভিযানে ৩২০টি ইয়াবা বড়ি ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় উপজেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আশাবাড়ি ও বাঁশতলী এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ওই এলাকায় মাদক সেবন করে আসা ছয় মোটরসাইকেল আরোহীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।

সাজাপ্রাপ্তরা হলেন সজীব দাস (২৬), আফনান মিয়া (২৩), সেলিম মিয়া (২৮), জানু মিয়া (৩২), খোরশেদ আলম (২৫) ও মনির মিয়া (২৬)।

এ ছাড়া অভিযানে বাঁশতলী এলাকার মালু মিয়ার বাড়ি থেকে ৩২০টি ইয়াবা বড়ি ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মালু মিয়া পালিয়ে যান। পরে মালু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত