Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরুর গাড়িতে ধাক্কা লেগে মোজাম্মেল হক বিশ্বাস (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাথানগাছি বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা বেলেমাঠ গ্রামের বাসিন্দা ছিলেন।

মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুর রহমান জানান, গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তাঁর নিজ মোটরসাইকেল করে মহেশপুর শহরে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বেলেমাঠ এলাকায় একটি সড়কে মোড় নিতে গিয়ে ধান টানা গরুর গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে পৌঁছানোর আগে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধান টানা গরুর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বিশ্বাস নিহত হয়েছেন শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত বীর মুক্তিযোদ্ধাকে পুরোপুরি রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত