Ajker Patrika

সীমিত আয়ের মানুষ দেনায় জর্জরিত

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ২৭
সীমিত আয়ের মানুষ দেনায় জর্জরিত

মিঠাপুকুরে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে পারছেন না বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ কর্মচারী। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরি করা এসব ব্যক্তি খরচ সামাল দিতে গিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়ছেন। কেউ কেউ প্রতিশ্রুতি মোতাবেক মাস শেষে দোকানের বকেয়া পরিশোধ করতে না পারার লজ্জায় বাজারে যাওয়া ছেড়ে দিয়েছেন।

সীমিত আয় নিয়ে বিপাকে পড়া কর্মচারীদের একজন সেলিম মিয়া (ছদ্মনাম)। চাকরি করেন একটি বেসরকারি কলেজে। তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ৯ হাজার ৭০০ টাকা স্কেলে প্রতি মাসে বেতন পান ১২ হাজার টাকা।

সেলিম জানান, তাঁর পরিবারে সদস্য আছেন পাঁচজন। শুধু বেতনের ওপর নির্ভরশীল এই কর্মচারীকে প্রতি মাসে ধার করতে হয়। কারণ বেতনের টাকায় তাঁর পুরো মাস পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না।

একাধিক কর্মচারী জানান, সরকারের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকেরা কাজের বিনিময়ে দৈনিক ৪০০ টাকা মজুরি পান। অপরদিকে স্কুল-কলেজের অধিকাংশ কর্মচারীর দৈনিক মজুরি ৩০০ টাকারও কম। বেশির ভাগ কর্মচারী দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে সংসার চালাতে গিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়েছেন।

চতুর্থ শ্রেণির কর্মচারী সুশীল চন্দ্র বর্মণ জানান, সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাঁকে এক বছরে ৪০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে।

স্থানীয় একটি কলেজে পিয়ন পদে কর্মরত মনোয়ার হোসেন বলেন, মাসের বেতনের টাকায় কোনোরকমে ২০ দিন চালানো যায়। পরের ১০ দিনের খাবারের জন্য বাকিতে চাল-ডাল নিতে হয়। এখন ব্যবসায়ীরাও আর বাকিতে পণ্য দিতে চান না।

কথা হলে মুদি ব্যবসায়ী নুর আলম বলেন, এখন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা বকেয়া টাকা পরিশোধ করতে পারছেন না।

এদিকে বেতন কম হওয়ায় এ কর্মচারীদের পক্ষে সঞ্চয় করা সম্ভব হয় না। শূন্য হাতে অবসরে গিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। কারণ চাকরি শেষ করার তিন থেকে চার বছরেও অবসরের টাকা ওঠাতে পারেন না। তাঁরা বেতন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত