Ajker Patrika

টিকা পেলেন বস্তির আরও ৪ হাজার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ১৮
টিকা পেলেন বস্তির আরও ৪ হাজার বাসিন্দা

রাজধানীর কড়াইল বস্তিতে করোনার টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন ছিল গতকাল বুধবার। এদিন তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ হাজার নারী-পুরুষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রের ২৫টি বুথে দেওয়া হয়েছে টিকা। বয়স্কদের সঙ্গে ১৮-ঊর্ধ্ব যে কেউ জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি জন্মসনদের মাধ্যমে টিকা নিতে পেরেছে। ২৫ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এদিকে বস্তিতে টিকা কার্যক্রমের আওতায় দৈনিক ১৫ হাজার জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গতকালও তা পূরণ হয়নি। বরং আগের দিনের তুলনায় ২ হাজার ২৯২ জন কমে ৪ হাজার ২৯ জনকে এদিন টিকা দেওয়া হয়। সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি চীনের সিনোফার্ম টিকা এতে ব্যবহার করা হচ্ছে। তাৎক্ষণিক নিবন্ধন ছাড়াও সুরক্ষা অ্যাপের মাধ্যমে যারা নিবন্ধন করে এখনো এসএমএস পাননি, তাঁরাও দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন।

ডিএনসিসি জানিয়েছে, শুধু কড়াইল নয়, উত্তর সিটি করপোরেশনের ৮০ ভাগ বস্তির বাসিন্দাকে টিকার আওতায় আনা হবে। অন্যান্য দিনের ন্যায় সরকারি ছুটির দিনেও এই কার্যক্রম চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত