Ajker Patrika

ভৈরব মুক্ত দিবস আজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
Thumbnail image

ভৈরব মুক্ত দিবস আজ ১৯ ডিসেম্বর। সারা দেশ ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত হলেও কিশোরগঞ্জের ভৈরব মুক্ত হয় ১৯ ডিসেম্বর। ৫০ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বন্দরনগরী ভৈরবে পাকিস্তানি হানাদার বাহিনী মিত্রবাহিনী ও দামাল ছেলেদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

জানা গেছে, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাঁদের দোসর আলবদর, রাজাকার ভৈরব বাজারের তিন ভাগের দুই ভাগ জ্বালিয়ে এবং ব্যবসায়ীদের সিন্দুক ভেঙে টাকাপয়সা ও মালামাল লুট করে। এ ছাড়া ভৈরবের বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করে লাশ গুম করে। শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর পূর্ব পাশে একটি ও পশ্চিম পাশে দুটি স্প্যান ডিনামাইট দিয়ে উড়িয়ে মিত্রবাহিনীর অগ্রযাত্রাকে ব্যাহত করার প্রয়াস চালায় হানাদার বাহিনী। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের প্রধান জেনারেল নিয়াজী তাঁর দলবলসহ আত্মসমর্পণ করলেও ভৈরব পাকিস্তানি হানাদার বাহিনী সেই খবর পায়নি। ফলে ১৮ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদারদের সঙ্গে ছোটখাটো সংঘর্ষ চলতে থাকে ভৈরবের মুক্তিযোদ্ধাদের।

১৯ ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পর আত্মসমর্পণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত