Ajker Patrika

পাকুন্দিয়ায় ভিটামিন ‘এ’ খাওয়ানো শুরু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
Thumbnail image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হবে টিকা কার্যক্রম। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিত ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ এসব তথ্য জানান।

শারমিন শাহনাজ বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল। উপজেলার সব ইপিআই কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। কার্যক্রমটি প্রচারের জন্য শুক্রবার জুমা নামাজের পর সকল মসজিদে মাইকিং করানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত