Ajker Patrika

পর্দায় ফিরছেন সোনম

পর্দায় ফিরছেন সোনম

মাতৃত্বের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তবে বড় পর্দা নয়, সোনমের নতুন সিনেমা ‘ব্লাইন্ড’ মুক্তি পাচ্ছে ওটিটিতে। এ সিনেমা দিয়েই বিনোদনের নতুন এই মাধ্যমে অভিষেক হচ্ছে অনিলকন্যার। সোম মাখিজার পরিচালনায় থ্রিলার ঘরানার ব্লাইন্ড সিনেমায় সোনম কাপুরকে দেখা যাবে দৃষ্টিহীন নারীর চরিত্রে, যে এক সিরিয়াল কিলারকে ধরার মিশনে নেমেছে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ৪০ সেকেন্ডের টিজারের প্রথম শটে সোনমকে দেখা গেছে বাসস্টপে। হাতে সাদাছড়ি। রাতের বেলা প্রবল বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় আছেন। এমন সময় তাঁকে লিফট দেওয়ার জন্য একটি প্রাইভেট কার থামে। তাতে উঠেই সোনম বুঝতে পারেন, বড্ড ভুল করে ফেলেছেন। ড্রাইভার তাঁকে হত্যা করার চেষ্টা করলে সোনম কোনোভাবে পালিয়ে বাঁচেন।

এদিকে শহরে ঘটে চলেছে একের পর এক খুনের ঘটনা। সেই সিরিয়াল কিলিংয়ের রহস্য উদ্‌ঘাটনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সোনম। একসময় সেই হত্যাকারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সবকিছু ছাপিয়ে রহস্য ভেদ করে সোনম খুনিকে খুঁজে বের করতে পারবেন কি না, সেটাই ব্লাইন্ড সিনেমার মূল গল্প। ৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিওতে স্ট্রিমিং শুরু হবে ব্লাইন্ড সিনেমার। বিনা মূল্য সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।

সোনম কাপুরটিজার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, ব্লাইন্ড সোনম কাপুরের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে। তবে ব্লাইন্ড কোনো মৌলিক গল্পের সিনেমা নয়, কোরিয়ান সিনেমার হিন্দি সংস্করণ। ২০১১ সালে একই নামে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...