নোয়াখালী প্রতিনিধি
অর্থ আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখা কর্মকর্তা (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত নোয়াখালী কার্যালয়ে মামলা করা হয়েছে। ইতিমধ্যে দুদকের করা অপর একটি মামলায় জেলা কারাগারে আছেন ব্যাংকের বরখাস্ত এই কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। আসামি হাসান মোহাম্মদ রাশেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাজার এলাকার মালেক ভবনের আবদুল মালেকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখায় কর্মরত অবস্থায় ক্যাশ কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ নগদ টাকার জমা ভাউচার জালিয়াতির মাধ্যমে পাঁচজন গ্রাহকের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন। পাঁচজন গ্রাহকের কাছ থেকে আত্মসাৎ করা টাকা যথাক্রমে ২ লাখ ৪ হাজার, ৩ লাখ ২০ হাজার, ৩ লাখ, ৪ লাখ এবং ৬ লাখ ১৩ হাজার টাকা। এই টাকা জালিয়াতির মাধ্যমে তিনি আত্মসাৎ করে স্থানান্তর ও হস্তান্তর করেন।
ঘটনাটি দণ্ডবিধির ৪০৯ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ / ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তারই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি আমরা তদন্ত শুরু করেছি। দুই বছর আগে দুদকের করা অপর একটি মামলায় গ্রেপ্তার হন ব্যাংক কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ। গ্রেপ্তারের পর ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।’
অর্থ আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখা কর্মকর্তা (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত নোয়াখালী কার্যালয়ে মামলা করা হয়েছে। ইতিমধ্যে দুদকের করা অপর একটি মামলায় জেলা কারাগারে আছেন ব্যাংকের বরখাস্ত এই কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। আসামি হাসান মোহাম্মদ রাশেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাজার এলাকার মালেক ভবনের আবদুল মালেকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখায় কর্মরত অবস্থায় ক্যাশ কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ নগদ টাকার জমা ভাউচার জালিয়াতির মাধ্যমে পাঁচজন গ্রাহকের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন। পাঁচজন গ্রাহকের কাছ থেকে আত্মসাৎ করা টাকা যথাক্রমে ২ লাখ ৪ হাজার, ৩ লাখ ২০ হাজার, ৩ লাখ, ৪ লাখ এবং ৬ লাখ ১৩ হাজার টাকা। এই টাকা জালিয়াতির মাধ্যমে তিনি আত্মসাৎ করে স্থানান্তর ও হস্তান্তর করেন।
ঘটনাটি দণ্ডবিধির ৪০৯ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ / ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তারই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি আমরা তদন্ত শুরু করেছি। দুই বছর আগে দুদকের করা অপর একটি মামলায় গ্রেপ্তার হন ব্যাংক কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ। গ্রেপ্তারের পর ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪