Ajker Patrika

দুদকের মামলা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
দুদকের মামলা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

অর্থ আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখা কর্মকর্তা (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত নোয়াখালী কার্যালয়ে মামলা করা হয়েছে। ইতিমধ্যে দুদকের করা অপর একটি মামলায় জেলা কারাগারে আছেন ব্যাংকের বরখাস্ত এই কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। আসামি হাসান মোহাম্মদ রাশেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাজার এলাকার মালেক ভবনের আবদুল মালেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখায় কর্মরত অবস্থায় ক্যাশ কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ নগদ টাকার জমা ভাউচার জালিয়াতির মাধ্যমে পাঁচজন গ্রাহকের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন। পাঁচজন গ্রাহকের কাছ থেকে আত্মসাৎ করা টাকা যথাক্রমে ২ লাখ ৪ হাজার, ৩ লাখ ২০ হাজার, ৩ লাখ, ৪ লাখ এবং ৬ লাখ ১৩ হাজার টাকা। এই টাকা জালিয়াতির মাধ্যমে তিনি আত্মসাৎ করে স্থানান্তর ও হস্তান্তর করেন।

ঘটনাটি দণ্ডবিধির ৪০৯ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ / ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তারই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।

দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি আমরা তদন্ত শুরু করেছি। দুই বছর আগে দুদকের করা অপর একটি মামলায় গ্রেপ্তার হন ব্যাংক কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ। গ্রেপ্তারের পর ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত