Ajker Patrika

ঘরে ঘরে জ্বর-সর্দি করোনা বাড়ার শঙ্কা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২: ৫৯
ঘরে ঘরে জ্বর-সর্দি  করোনা বাড়ার শঙ্কা

আগৈলঝাড়ায় ঘরে ঘরে জ্বর, সর্দি ও কাশির রোগী। এদিকে সারা দেশের মতো উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। কোরবানির ঈদকে সামনে রেখে হাট এবং লঞ্চ-বাসে স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্ব দিয়েছেন বরিশালের সিভিল সার্জন।

জানা যায়, গত ২৮ জুন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে শুরু হয়েছে করোনাভাইরাসের টেস্ট। গতকাল রোববার পর্যন্ত ৪৩ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিন সর্দি-জ্বর নিয়ে আসা রোগীর সংখ্যাও বেড়েছে। শনি ও রোববার দুই দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮ জন জ্বরের রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে সর্দি-জ্বরে আক্রান্ত ২০-২৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ে সারা দেশের মতো আগৈলঝাড়ায়ও সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি দেখা দিচ্ছে। কিন্তু অনেকেই করোনা পরীক্ষার ব্যাপারে অনাগ্রহ দেখাচ্ছেন।

জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা বাকাল গামের জাহানারা বেগম বলেন, ‘বাড়িতে কয়েক দিন জ্বর নিয়ে অসুস্থ ছিলাম। অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি।’

এদিকে ডা. বখতিয়ার আল মামুন জানান, এ উপজেলায় এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৪৩ জন। এদের মধ্যে পুরুষ ৫৭ হাজার ৩২০ ও নারী ৬৪ হাজার ২৩ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭২৪ জন। এদের মধ্যে পুরুষ ৫৪ হাজার ৫৮৮ জন ও নারী ৬৩ হাজার ১৩৬ জন। করানোর বুস্টার ডোজ নিয়েছেন ৩৮ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৪২ ও নারী ১৯ হাজার ৬০৬ জন।

ডা. বখতিয়ার আল মামুন বলেন, করোনা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগীদের ভর্তির ক্ষেত্রে করোনা টেস্ট করা হচ্ছে নিয়মিত।

বরিশাল সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, মাস্ক পরার ব্যাপারে এখন যেভাবে উদাসীনতা দেখা যাচ্ছে, সেটাও আশঙ্কার বিষয়। সামনে পবিত্র কোরবানির ঈদ। এখন গরুর বাজারগুলোয় বিপুলসংখ্যক লোকের সমাগম হবে। ঈদে অনেক লোক বাসে-লঞ্চে গ্রামে ফিরবেন। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। এ জন্য সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার ওপর জোর দিতে পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত