Ajker Patrika

ভাতার কার্ড পেলেন একজন, বাকি ২০

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২: ৫৩
ভাতার কার্ড পেলেন একজন, বাকি ২০

নির্বাচন কমিশনের ডাটাবেজে মৃত ২১ জনের মধ্যে জীবিত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার সুশিলা রানী হালদার। বহু প্রত্যাশিত বয়স্কভাতার কার্ড আবারও চালু হয়েছে তাঁর। ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের তাঁর বাড়ি। নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে মৃত দেখানোয় বাতিল হয়েছিল তাঁর ভাতার কার্ড।

এদিকে বাকি ২০ জনকে ‘জীবিত’ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

গত ৪ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘জীবিত ২১ জন তথ্যভান্ডার মৃত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।

গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী আনুষ্ঠানিকভাবে সুশিলা রানীর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাসান আহম্মেদ জেমস, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ।

তবে এখনো উপজেলার ২০ ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডাটাবেজে মৃতদের তালিকায় আছেন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। ভুক্তভোগীরা সরকারি বিভিন্ন সুবিধা, ব্যাংক ঋণ ও করোনার টিকাসহ নাগরিক সুবিধা পাচ্ছেন না।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এ সময় ভুলবশত কিছু ব্যক্তি জীবিত থেকেও মৃতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সুশিলা রানী ছাড়াও ২০ জন অভিযোগ করেছেন তাঁরা জীবিত আছেন কিন্তু নির্বাচন কমিশনের ডাটাবেজে তাঁরা মৃত।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, জীবিত থেকেও মৃত এমন ২১টি আবেদন পেয়েছিলেন। আবেদনগুলো দ্রুত সংশোধনের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এর মধ্যে সুশিলা রানী হালদারের তথ্য হালনাগাদ করা হয়েছে। অবশিষ্ট ২০ জনের তথ্য খুব দ্রুত হালনাগাদ হবে বলে আশা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত