Ajker Patrika

নাজাতের মাস রমজান

ড. মো. শাহজাহান কবীর
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৭: ১৪
নাজাতের মাস রমজান

মাহে রমজান মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অফুরন্ত নেয়ামতের ভান্ডার। এ মাসেই মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ হয়েছে। হাদিসে এ মাসের প্রথম দশ দিনকে রহমত, দ্বিতীয় দশ দিনকে মাগফিরাত এবং শেষ দশ দিনকে জাহান্নাম থেকে মুক্তির সময় বলা হয়েছে। অন্য হাদিসে রমজানকে গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস বলা হয়েছে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে রমজানের রোজা পালন করবে তার অতীতের গুণাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি)

মানুষ পাপের কাজ করতে করতে শ্রেষ্ঠ জীব থেকে নিকৃষ্ট স্তরে নেমে আসে। তবুও আল্লাহ তাআলা মানুষকে গুনাহর ক্ষমাপ্রাপ্তির সুযোগ করে দেন। বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তিনি ক্ষমা করতে কার্পণ্য করেন না। রমজান মাসকে বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির মাস হিসেবে উল্লেখ করে মহানবী (সা.) এরশাদ করেন, ‘অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিটি দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে নেক দোয়া কবুল করেন।’ (মুসনাদে আহমদ)

অপর এক হাদিসে এসেছে, মহানবী (সা.) এরশাদ করেন, ‘অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর প্রতি রাতেই তা হয়ে থাকে।’ (ইবনে মাজাহ) তাই বান্দা হিসেবে আমাদের কর্তব্য হলো, বেশি বেশি তওবা-ইস্তিগফার ও নেক আমল করে জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন।

ড. মো. শাহজাহান কবীর

চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত