Ajker Patrika

ফাঁসির দাবিতে মির্জাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসাছাত্র সিফাত (১৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মির্জাপুর আফাজউদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিফাতের বাবা শহীদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সম্পাদক সাবেক ভিপি আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও গোড়াইল গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সিফাত হত্যা মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট মির্জাপুর আফাজউদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র সিফাত মিয়াকে কে বা কারা হত্যা করে জেলেপাড়ার ধঞ্চেখেতে লাশ ফেলে রেখে যায়। ওই রাতেই পুলিশ সিফাতের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত