Ajker Patrika

পুরোনো মুদ্রার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা আত্মসাৎ

লালপুর (নাটোর) প্রতিনিধি
পুরোনো মুদ্রার ফাঁদে ফেলে  লাখ লাখ টাকা আত্মসাৎ

পুরোনো মুদ্রাকে বিভিন্নভাবে আকর্ষণীয় করে দেখিয়ে, বিদেশে এসব মুদ্রার অনেক চাহিদা ও দামের কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন একদল লোক। নাটোরের লালপুর থেকে অতিমূল্যবান মুদ্রা বিক্রির নামে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত এমন প্রতারক চক্রের ছয় সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মো. আবদুল আলিম (৩০), মো. টিপু সুলতান (৪০), মো. আব্দুল কাদের (৪৫), মো. তারিক আলী (৪০), মো. মোন্তাজ আলী (৪৪) ও মো. সাইফুল ইসলাম (৪০)। রাজশাহী র‍্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এসব তথ্য জানান। এ সময় রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁরা পুরোনো দিনের মুদ্রা বিক্রির নামের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এর জন্য প্রথমে তাঁরা স্থানীয় সহজ-সরল ব্যক্তিদের টার্গেট করে মিশতেন এবং নানা কৌশলে তাঁদের বিশ্বস্ত হয়ে উঠতেন। এরপর পুরোনো মুদ্রাকে অনেক মূল্যবান, উচ্চ বিকিরণ করতে পারে এমন পদার্থ দাবি করে, বিদেশে অনেক বেশি দাম বলে ওই ব্যক্তিদের অল্প দামের কেনার লোভ দেখাতেন তাঁরা।

এর জন্য বিভিন্ন কৌশলে এসব মুদ্রার রং বদল করে দেখাতেন নানা রকমের ভেলকি। তাঁদের এসব ভেলকির কবলে পড়ে অনেকেই বিশ্বাস করে মুদ্রা কিনতেন। কিন্তু পড়ে দেখা যেত এসব কয়েন ভুয়া বা বাজারে তেমন দাম নেই। এভাবে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। পরে এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের সত্যতা পাওয়া গেলেগত মঙ্গলবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালানো হয় এবং এই চক্রের ছয়জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি জাল মুদ্রা, দুটি চুম্বক, একটি মুদ্রা রাখার বাক্স, চার বোতল রাসায়নিক পদার্থ, একটি গ্যাস সিলিন্ডার ও নগদ পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। এরপর তাঁদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় গ্রেপ্তার হওয়া এই ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত