Ajker Patrika

মূল্যস্ফীতির বৈশ্বিক চাপে কমছে পোশাক রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল্যস্ফীতির বৈশ্বিক চাপে কমছে পোশাক রপ্তানি

টানা চার মাস রপ্তানিতে উল্লম্ফনের পর মার্চে এসে হোঁচট খেল রপ্তানি আয়। অর্থনীতিবিদ, রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউরোপে চলতি বছর শীত দেরিতে আসা এবং চীন শূন্য কোভিড নীতি থেকে সরে আসার কারণে বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক খাত হোঁচট খেয়েছে। রপ্তানিকারকদের ধারণা, করোনা সংক্রমণ কমাতে চীন কঠোর লকডাউন পালন করলে তাদের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ সুযোগে বাংলাদেশে চলে আসে কিছু উচ্চমূল্যের পণ্যের ক্রয়াদেশ।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তথ্যে দেখা যায়, গত কয়েক মাস ৪ বিলিয়ন ডলার করে পোশাক রপ্তানি হয়েছিল। কিন্তু মার্চে এসে তা ৪ বিলিয়নের নিচে নেমে গেছে। শুধু মার্চে পোশাক রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজকের পত্রিকাকে বলেন, গত মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হতে পারে। এর কারণ হচ্ছে, আমাদের তৈরি পোশাক রপ্তানির প্রধান গন্তব্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো মুদ্রাস্ফীতির চাপ রয়ে গেছে। ব্যাংকঋণের সুদের হার না কমায় ভোক্তারা বাধ্য হয়ে খাদ্যবহির্ভূত পণ্যে খরচ কমাচ্ছে। পাঁচ মাস ধরে পরিমাণের দিক দিয়ে তৈরি পোশাকের রপ্তানি নিয়মিত পতনের দিকেই আছে। আমাদের হিসাবে প্রায় ৩০ শতাংশ। ওয়ালমার্ট, জারার মতো বিশ্বখ্যাত চেইন ব্র্যান্ডগুলোর পণ্য বিক্রি কমে যাওয়া এবং গুদামে পণ্য পড়ে থাকায় তারা ক্রয় কমিয়ে দিয়েছে।’

সর্বশেষ প্রকাশিত ইপিবির তথ্যে দেখা যায়, চার মাস পর মার্চে দেশের রপ্তানি আয় আবারও কিছুটা নেতিবাচক ধারায় চলে গেছে। এ সময়ে ৪৬৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম।

এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মার্চ থেকে রপ্তানি কমে আসবে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, সেটার প্রতিফলন দেখতে পেয়েছি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে তৈরি পোশাকের রপ্তানি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তখন বিশ্বের বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক চীন জিরো কোভিড নীতি। চীনের এই নীতির কারণে অনেক উচ্চমূল্যের পণ্যের ক্রয়াদেশ বাংলাদেশে এসেছে। কিন্তু এখন জিরো কোভিড নীতি শিথিল করায় তাদের পণ্য আবারও ইউরোপের বাজার ধরা শুরু করেছে। সেটার একটা প্রভাব পড়েছে আমাদের দেশে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

এলাকার খবর
Loading...