Ajker Patrika

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৯
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর: মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদ্‌যাপন করছেন মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলার বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে মাদারীপুর পুলিশ লাইনস মাঠে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের নানা কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধূরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান প্রমুখ।

এ ছাড়া রাজৈর, কালকিনি, শিবচর, ডাসার উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। মসজিদ-মন্দিরে উন্নতমানের খাবার বিতরণ, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক গঠনের উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। ভেদরগঞ্জে উপজেলার সামনে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মেয়র আবুল বাশার চোকদার প্রমুখ।

জাজিরা (শরীয়তপুর) : স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো জাজিরায়ও বর্ণাঢ্য বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী চলে এই আয়োজন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাজিরা শহীদ মিনারে তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসন এবং পরে জাজিরা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, জাজিরা পৌরসভা ও জাজিরার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একই দিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মিয়া, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া প্রমুখ।

কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়ায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।

শরীয়তপুর: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে শরীয়তপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে জেলা ও উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত