Ajker Patrika

পুলিশের বাধায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ১৯
পুলিশের বাধায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল বের করে। সুনামগঞ্জ শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে কামারখাল সেতুর সামনে গেলে পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

সুনামগঞ্জ: বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে কামারখাল সেতুর সামনে গেলে পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে সড়কে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল নূরুল।

এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেওয়ার দাবি জানান তাঁরা। মিছিলে জেলা বিএনপি নেতাসহ যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। এদিন দুপুরে মৌলভীবাজার টিসি মার্কেট সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি এম এ মুকিত।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে এত আবেদন করার পরও সরকারের টনক নড়ছে না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হক। অন্যতায় বিএনপি কঠোর আন্দোলনে যাবে।’

এতে বক্তব্য দেন-বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহদপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব ইজদানী, জেলা বিএনপি অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্যসচিব মনোয়ার আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত