সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামে বুধবার রাতে ইয়ানুর আক্তার ওরফে শাবনুর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সন্তান না হওয়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে এবং শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মৃত ইউনুস মিয়ার মেয়ে ইয়ানুর আক্তার (২০) সঙ্গে একই উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের ইউছুফের ছেলে মো. রুবেল ওরফে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছরে ইয়ানুরের গর্ভে কোনো সন্তান আসেনি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এ কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ইয়ানুরকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। পরে দুই বছর আগে রুবেলও আরেকটি বিয়ে করেন। এরপর ইয়ানুর বাবার বাড়ি চলে যান।
ইয়ানুরের মা নাজমা বেগম বলেন, ‘রুবেল দ্বিতীয় বিয়ে করায় ইয়ানুর বাদী হয়ে রুবেলের নামে মামলা করে। গত বুধবার সে আদালতে হাজিরা দিতে যায়। সেখান থেকে এসে মন খারাপ করে বসে থাকে। একাধিকবার জিজ্ঞেস করেও মন খারাপের কারণ জানতে পারিনি। আমার মেয়েরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাঁচতে দেয় নাই। আমি এর বিচার চাই।’
নাজমা বেগম আরও বলেন, রুবেল প্রায়ই তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দিতে দেবে না, অন্য কারো ঘর করতে দেবে না বলে হুমকিধমকি দিতেন।
এ ঘটনার পর থেকে ইয়ানুরের শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী রুবেল পলাতক রয়েছেন।
চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোজ চাকমা বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ইয়ানুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামে বুধবার রাতে ইয়ানুর আক্তার ওরফে শাবনুর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সন্তান না হওয়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে এবং শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মৃত ইউনুস মিয়ার মেয়ে ইয়ানুর আক্তার (২০) সঙ্গে একই উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের ইউছুফের ছেলে মো. রুবেল ওরফে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছরে ইয়ানুরের গর্ভে কোনো সন্তান আসেনি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এ কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ইয়ানুরকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। পরে দুই বছর আগে রুবেলও আরেকটি বিয়ে করেন। এরপর ইয়ানুর বাবার বাড়ি চলে যান।
ইয়ানুরের মা নাজমা বেগম বলেন, ‘রুবেল দ্বিতীয় বিয়ে করায় ইয়ানুর বাদী হয়ে রুবেলের নামে মামলা করে। গত বুধবার সে আদালতে হাজিরা দিতে যায়। সেখান থেকে এসে মন খারাপ করে বসে থাকে। একাধিকবার জিজ্ঞেস করেও মন খারাপের কারণ জানতে পারিনি। আমার মেয়েরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাঁচতে দেয় নাই। আমি এর বিচার চাই।’
নাজমা বেগম আরও বলেন, রুবেল প্রায়ই তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দিতে দেবে না, অন্য কারো ঘর করতে দেবে না বলে হুমকিধমকি দিতেন।
এ ঘটনার পর থেকে ইয়ানুরের শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী রুবেল পলাতক রয়েছেন।
চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোজ চাকমা বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ইয়ানুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫