Ajker Patrika

ধানখেত রক্ষায় পলিথিন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৩৮
ধানখেত রক্ষায় পলিথিন

ধান খেতে বাঁশের কঞ্চিতে টাঙানো হয়েছে পলিথিন। সামান্য বাতাস লাগলেই বেজে ওঠে এটি। ইঁদুরের আক্রমণ থেকে খেত রক্ষা করতে এমন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাই তো ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি।

উপজেলার হোসেনগাঁও ইউপির হাটগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় ধান খেতে পলিথিন টাঙানো হয়েছে। কৌতুহলবশত খেতে পলিথিনের এমন ব্যবহার কেন জানতে চাইলে কৃষক হালিম বলেন, ‘এক বিঘা ধান লাগিয়েছি ধান ভালোই হবে আশা রাখি। কিন্তু হঠাৎ ধান খেতে ইঁদুরের আক্রমণে অনেক ধানের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের গোড়া কেটে দিয়েছে। খেতে অনেক বড় বড় গর্ত তৈরি করছে। দিনের বেলা মানুষের উপস্থিতির কারণে তারা কম আক্রমণ করে। তবে রাত হলে উপদ্রব বেড়ে যায়। তাই এই পলিথিনের ব্যবহার করা হয়েছে। কোনো শব্দ পেলে ইঁদুর স্থান পরিবর্তন করে। রাতে পলিথিন বাতাসে নড়ে উঠে আর এই বাজনায় ইঁদুর পালিয়ে যায়।’

উপজেলার নন্দুযার রাতোর বাজেবকসাসহ বিভিন্ন এলাকাও ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, এবারে আমন ধানের আবাদ হয়েছে ২১ হাজার ৪৫৫ হেক্টর জমিতে। তবে হঠাৎ করেই ধান খেতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। ইঁদুর মরতে পলিথিনের ব্যবহার কার্যকরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত