নাঈম ইসলাম, ধামরাই
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। অনেক দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীর মধ্যে দেখা দিয়েছে খুশির আমেজ। ধামরাই সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসের সময় আড্ডায় মেতে উঠেছে। তারা উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে এ আড্ডা দেয়। অনেকে একসঙ্গে আড্ডা দেওয়া করোনা সংক্রমণের শঙ্কাও দেখা দিয়েছে।
গত বুধবার বেলা ১১টার দিকে ধামরাই উপজেলা চত্বরে দেখা যায়, বেশ কয়েক জন শিক্ষার্থী আড্ডা দিচ্ছে। তাদের কয়েকজন স্কুল-কলেজের ইউনিফর্ম পরা, আবার কিছু শিক্ষার্থী ইউনিফর্ম ছাড়া। উপজেলা পরিষদের পুকুরের চারপাশেই রয়েছে শিক্ষার্থীদের আড্ডা। এ সময় কয়েকজনকে ধূমপান করতেও দেখা যায়।
উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘এত দিন স্কুল বন্ধ ছিল, বাসা থেকে তেমন বের হতে পারতাম না। বাসা থেকে বের হতে গেলেই মা-বাবার কাছে বের হওয়ার কারণ বলে বের হতে হতো। এখন স্কুল খুলেছে এত দিন পর, তাই একটু ঘুরতেছি।’
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে এসেছেন কিনা এমন প্রশ্ন করা হলে ওই শিক্ষার্থী কোনো উত্তর না দিয়ে পুকুরের দক্ষিণ পাশে তার বন্ধুদের কাছে চলে যায়।
স্থানীয় বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা হাজারো চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু এখন খোলার পর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের রাস্তা ঘাটে বিশেষ করে উপজেলা পরিষদের পুকুর পাড়েই বেশি দেখা যায়। এতে অভিভাবক বা শিক্ষকদের উদাসীনতার কারণও হতে পারে।’
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, ‘উপজেলার ওপর দিয়ে যাওয়ার সময় পরিষদের পুকুর পাড়ে প্রচুর শিক্ষার্থীর আনাগোনার দৃশ্য চোখে পড়েছে। এমন দৃশ্য অনেক দিন পর দেখেতে পেয়ে ভালো লেগেছে। কিন্তু এরা কী ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে, না স্কুল ছুটির শেষে আড্ডা দিচ্ছে এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের একটু নজর রাখা উচিত।’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘শিক্ষার্থীরা অবসরে একটু ঘোরাঘুরি করে। তবে ক্লাস ফাঁকি দিয়ে যদি ঘুরে, আর আমার কাছে অভিভাবকদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে ব্যবস্থা নেব। কারণ এ পর্যন্ত আমার কাছে এ রকম কোনো অভিযোগ আসেনি।’
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। অনেক দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীর মধ্যে দেখা দিয়েছে খুশির আমেজ। ধামরাই সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসের সময় আড্ডায় মেতে উঠেছে। তারা উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে এ আড্ডা দেয়। অনেকে একসঙ্গে আড্ডা দেওয়া করোনা সংক্রমণের শঙ্কাও দেখা দিয়েছে।
গত বুধবার বেলা ১১টার দিকে ধামরাই উপজেলা চত্বরে দেখা যায়, বেশ কয়েক জন শিক্ষার্থী আড্ডা দিচ্ছে। তাদের কয়েকজন স্কুল-কলেজের ইউনিফর্ম পরা, আবার কিছু শিক্ষার্থী ইউনিফর্ম ছাড়া। উপজেলা পরিষদের পুকুরের চারপাশেই রয়েছে শিক্ষার্থীদের আড্ডা। এ সময় কয়েকজনকে ধূমপান করতেও দেখা যায়।
উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘এত দিন স্কুল বন্ধ ছিল, বাসা থেকে তেমন বের হতে পারতাম না। বাসা থেকে বের হতে গেলেই মা-বাবার কাছে বের হওয়ার কারণ বলে বের হতে হতো। এখন স্কুল খুলেছে এত দিন পর, তাই একটু ঘুরতেছি।’
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে এসেছেন কিনা এমন প্রশ্ন করা হলে ওই শিক্ষার্থী কোনো উত্তর না দিয়ে পুকুরের দক্ষিণ পাশে তার বন্ধুদের কাছে চলে যায়।
স্থানীয় বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা হাজারো চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু এখন খোলার পর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের রাস্তা ঘাটে বিশেষ করে উপজেলা পরিষদের পুকুর পাড়েই বেশি দেখা যায়। এতে অভিভাবক বা শিক্ষকদের উদাসীনতার কারণও হতে পারে।’
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, ‘উপজেলার ওপর দিয়ে যাওয়ার সময় পরিষদের পুকুর পাড়ে প্রচুর শিক্ষার্থীর আনাগোনার দৃশ্য চোখে পড়েছে। এমন দৃশ্য অনেক দিন পর দেখেতে পেয়ে ভালো লেগেছে। কিন্তু এরা কী ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে, না স্কুল ছুটির শেষে আড্ডা দিচ্ছে এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের একটু নজর রাখা উচিত।’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘শিক্ষার্থীরা অবসরে একটু ঘোরাঘুরি করে। তবে ক্লাস ফাঁকি দিয়ে যদি ঘুরে, আর আমার কাছে অভিভাবকদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে ব্যবস্থা নেব। কারণ এ পর্যন্ত আমার কাছে এ রকম কোনো অভিযোগ আসেনি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫