Ajker Patrika

ইউপি নির্বাচনে নৌকা পেতে ঢাকা সফর

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২: ১৬
ইউপি নির্বাচনে নৌকা পেতে ঢাকা সফর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পীরগঞ্জের অনেক নেতা ঢাকা সফর করেছেন। তাঁরা ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

দ্বিতীয় ধাপে পীরগঞ্জের ১০টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে। এ জন্য চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী আওয়ামী লীগের ৯৬ জন মনোনয়নের জন্য আবেদন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে গতকাল বৃহস্পতিবার বৈঠক করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই বৈঠক হয়।

নির্বাচন কমিশন আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণের জন্য ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে পীরগঞ্জের ১৫টি ইউপির মধ্যে ১০টিতে নির্বাচন হবে।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত শুক্রবার পীরগঞ্জের ১০ ইউনিয়নে দলের বিশেষ বর্ধিত সভা করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। এতে ৯৬ জন আবেদন করেন। পরদিন শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা করা হয়। এরপর দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান প্রার্থীরা ঢাকায় দলীয় কার্যালয়ে আবেদনপত্র দেন। গত বুধবার ছিল আবেদনপত্র দাখিলের শেষ দিন।

বড়দরগা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী মাফিয়া আক্তার শিলা বলেন, ‘আমরা আড়ম্বরপূর্ণ পরিবেশে ঢাকায় দলীয় কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদন করেছি।’

চেয়ারম্যান পদে লড়তে উপজেলার চৈত্রকোল ইউপিতে ১৭, ভেন্ডাবাড়ীতে ১৬, বড়দরগায় সাত, কুমেদপুরে ১০, মদনখালীতে ছয়, টুকুরিয়ায় ছয়, শানেরহাটে আট, পাঁচগাছীতে ১০, চতরায় ১১ ও কাবিলপুরে পাঁচজন আবেদন করেছেন। তাঁদের অনেকে প্রায় ৩০০ নেতা-কর্মী ও সমর্থক নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন বলে নাম প্রকাশ না করে কয়েকজন আগ্রহী প্রার্থী জানিয়েছেন।

এদিকে উপজেলার বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে করা আবেদনগুলো জেলা আওয়ামী লীগের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত