আবিদা সুলতানা শামীমা
বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ দিচ্ছে চীনের সাংহাই ওপেন ইউনিভার্সিটি (এসওইউ)। শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২৩ সালের ইন্টারন্যাশনাল ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
সাংহাই ওপেন বিশ্ববিদ্যালয় চীনের সাংহাই এডুকেশন কমিশনের অধীন ও দেশটির শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত সাংহাই মিউনিসিপ্যাল গভর্নমেন্টের অর্থায়নে পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি আগে সাংহাই টিভি ইউনিভার্সিটি হিসেবে পরিচিত ছিল। বয়স্কদের জন্য স্নাতক ও জুনিয়র কলেজ পর্যায়ে তথ্যপ্রযুক্তিনির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে এসওইউ। বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আগ্রহী স্কলারদের মধ্যে শিক্ষাগত আদান-প্রদান এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ফেলোশিপের সুযোগ দেওয়া হয়ে থাকে। ২০১৩ সাল থেকে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়টি।
ফেলোশিপের সংখ্যা: ২০২৩ সালের ইন্টারন্যাশনাল ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় ১৫টি ফেলোশিপ দেবে সাংহাই ওপেন ইউনিভার্সিটি।
প্রোগ্রামের সময়কাল: অনসাইট ইন সাংহাই: আগামী ১৬ থেকে ২৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত দুই সপ্তাহের জন্য। তবে কোর্স চলাকালীন ও কোর্সের পরে পেশাগত সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট (উইজিন) গ্রুপের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাবে এসওইউ।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের সময়সীমা: ৮ সেপ্টেম্বর, ২০২৩
আবেদন গ্রহণের নোটিফিকেশন: ১৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা
উন্মুক্ত ও দূরশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি এবং অবশ্যই তাঁর দেশে ইনস্ট্রাক্টর বা তারও ওপরের পর্যায়ের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজিতে লেখা ও বলায় অবশ্যই পারদর্শী হতে হবে (কারণ, সব দাপ্তরিক কার্যক্রমের ভাষা ইংরেজি)।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
উল্লিখিত যোগ্যতা ছাড়াও কোনো আবেদনকারীর যদি প্রশাসনিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকে অথবা যিনি এসওইউর সঙ্গে কোনো গবেষণায় যুক্ত ছিলেন, তিনি অগ্রাধিকার পাবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়
প্রার্থীর সিভি লাগবে (প্রার্থীকে উচ্চতর ইংলিশে দক্ষ হতে হবে এবং মাস্টার্স বা তার ওপরের ডিগ্রি অর্জনকারী হতে হবে)
হোম প্রতিষ্ঠানের প্রধানের (রাষ্ট্রপতি, রেক্টর, চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর) কাছ থেকে সুপারিশের একটি পেশাদার চিঠি
আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবি (পাসপোর্ট সাইজ)
পাসপোর্টের একটি স্ক্যান করা ছবি (ভিসা আবেদনের জন্য)
ফেলোশিপ প্রোগ্রামের জন্য একটি গবেষণার প্রস্তাব প্রয়োজন হবে। এটা এসওইউ প্র্যাকটিসের ওপর, এসওইউ এবং প্রার্থীর হোম ইনস্টিটিউশনের মাঝে তুলনামূলক অধ্যয়ন, ভবিষ্যৎ সহযোগিতার প্রস্তাব প্রভৃতি বিষয়ের ওপর হতে পারে। এ ছাড়া যেসব বিষয় অন্তর্ভুক্ত হতে পারে:
মহামারি কবলিত এলাকাগুলোতে যে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি হয় বা হয়েছে, সেই সব বিষয়।
বিশেষত উন্মুক্ত ও দূরশিক্ষণ সম্পর্কে নির্মাণ এবং কারিকুলাম উন্নয়ন। এ ছাড়া
বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে:
প্রাক্-বিদ্যালয় শিক্ষা, প্রবীণ শিক্ষা, জরুরি জননিরাপত্তা ব্যবস্থাপনা, শিল্পকলা পরিকল্পনা, আন্তর্জাতিক চায়নিজ ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিস্তার।
উচ্চশিক্ষার ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষার প্রচার: প্রাতিষ্ঠানিক কলাকৌশল থেকে ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত।
শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ
গুণমানের নিশ্চয়তা এবং উন্মুক্ত ও দূরশিক্ষণের মূল্যায়ন
ওডিএল অর্থাৎ উন্মুক্ত ও দূরশিক্ষণ সম্পর্কিত শিক্ষকদের পেশাগত উন্নয়ন
অনলাইনের মাধ্যমে উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য সজ্জিত ব্যক্তিগত সেবা
উন্মুক্ত ও দূরশিক্ষণ সম্পর্কিত জ্ঞানের বিশ্লেষণ।
সুযোগ-সুবিধা
সাংহাই ওপেন ইউনিভার্সিটি এই ফেলোশিপের জন্য যেসব সুবিধা দেবে এর মধ্যে রয়েছে—
হোটেলে থাকার ব্যবস্থা।
সাংহাইয়ে জীবনযাত্রার ব্যয়, ভাতা এবং পরিবহনের জন্য প্রতিদিন ২৫০ আরএমবি বা চায়নিজ ইউয়ান।
ওয়াইফাই টেলিফোন এবং ইন্টারনেটের সুবিধাসম্পন্ন কাজের জায়গা।
আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিম্নলিখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লিংক:
বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ দিচ্ছে চীনের সাংহাই ওপেন ইউনিভার্সিটি (এসওইউ)। শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২৩ সালের ইন্টারন্যাশনাল ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
সাংহাই ওপেন বিশ্ববিদ্যালয় চীনের সাংহাই এডুকেশন কমিশনের অধীন ও দেশটির শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত সাংহাই মিউনিসিপ্যাল গভর্নমেন্টের অর্থায়নে পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি আগে সাংহাই টিভি ইউনিভার্সিটি হিসেবে পরিচিত ছিল। বয়স্কদের জন্য স্নাতক ও জুনিয়র কলেজ পর্যায়ে তথ্যপ্রযুক্তিনির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে এসওইউ। বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আগ্রহী স্কলারদের মধ্যে শিক্ষাগত আদান-প্রদান এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ফেলোশিপের সুযোগ দেওয়া হয়ে থাকে। ২০১৩ সাল থেকে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়টি।
ফেলোশিপের সংখ্যা: ২০২৩ সালের ইন্টারন্যাশনাল ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় ১৫টি ফেলোশিপ দেবে সাংহাই ওপেন ইউনিভার্সিটি।
প্রোগ্রামের সময়কাল: অনসাইট ইন সাংহাই: আগামী ১৬ থেকে ২৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত দুই সপ্তাহের জন্য। তবে কোর্স চলাকালীন ও কোর্সের পরে পেশাগত সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট (উইজিন) গ্রুপের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাবে এসওইউ।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের সময়সীমা: ৮ সেপ্টেম্বর, ২০২৩
আবেদন গ্রহণের নোটিফিকেশন: ১৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা
উন্মুক্ত ও দূরশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি এবং অবশ্যই তাঁর দেশে ইনস্ট্রাক্টর বা তারও ওপরের পর্যায়ের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজিতে লেখা ও বলায় অবশ্যই পারদর্শী হতে হবে (কারণ, সব দাপ্তরিক কার্যক্রমের ভাষা ইংরেজি)।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
উল্লিখিত যোগ্যতা ছাড়াও কোনো আবেদনকারীর যদি প্রশাসনিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকে অথবা যিনি এসওইউর সঙ্গে কোনো গবেষণায় যুক্ত ছিলেন, তিনি অগ্রাধিকার পাবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়
প্রার্থীর সিভি লাগবে (প্রার্থীকে উচ্চতর ইংলিশে দক্ষ হতে হবে এবং মাস্টার্স বা তার ওপরের ডিগ্রি অর্জনকারী হতে হবে)
হোম প্রতিষ্ঠানের প্রধানের (রাষ্ট্রপতি, রেক্টর, চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর) কাছ থেকে সুপারিশের একটি পেশাদার চিঠি
আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবি (পাসপোর্ট সাইজ)
পাসপোর্টের একটি স্ক্যান করা ছবি (ভিসা আবেদনের জন্য)
ফেলোশিপ প্রোগ্রামের জন্য একটি গবেষণার প্রস্তাব প্রয়োজন হবে। এটা এসওইউ প্র্যাকটিসের ওপর, এসওইউ এবং প্রার্থীর হোম ইনস্টিটিউশনের মাঝে তুলনামূলক অধ্যয়ন, ভবিষ্যৎ সহযোগিতার প্রস্তাব প্রভৃতি বিষয়ের ওপর হতে পারে। এ ছাড়া যেসব বিষয় অন্তর্ভুক্ত হতে পারে:
মহামারি কবলিত এলাকাগুলোতে যে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি হয় বা হয়েছে, সেই সব বিষয়।
বিশেষত উন্মুক্ত ও দূরশিক্ষণ সম্পর্কে নির্মাণ এবং কারিকুলাম উন্নয়ন। এ ছাড়া
বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে:
প্রাক্-বিদ্যালয় শিক্ষা, প্রবীণ শিক্ষা, জরুরি জননিরাপত্তা ব্যবস্থাপনা, শিল্পকলা পরিকল্পনা, আন্তর্জাতিক চায়নিজ ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিস্তার।
উচ্চশিক্ষার ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষার প্রচার: প্রাতিষ্ঠানিক কলাকৌশল থেকে ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত।
শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ
গুণমানের নিশ্চয়তা এবং উন্মুক্ত ও দূরশিক্ষণের মূল্যায়ন
ওডিএল অর্থাৎ উন্মুক্ত ও দূরশিক্ষণ সম্পর্কিত শিক্ষকদের পেশাগত উন্নয়ন
অনলাইনের মাধ্যমে উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য সজ্জিত ব্যক্তিগত সেবা
উন্মুক্ত ও দূরশিক্ষণ সম্পর্কিত জ্ঞানের বিশ্লেষণ।
সুযোগ-সুবিধা
সাংহাই ওপেন ইউনিভার্সিটি এই ফেলোশিপের জন্য যেসব সুবিধা দেবে এর মধ্যে রয়েছে—
হোটেলে থাকার ব্যবস্থা।
সাংহাইয়ে জীবনযাত্রার ব্যয়, ভাতা এবং পরিবহনের জন্য প্রতিদিন ২৫০ আরএমবি বা চায়নিজ ইউয়ান।
ওয়াইফাই টেলিফোন এবং ইন্টারনেটের সুবিধাসম্পন্ন কাজের জায়গা।
আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিম্নলিখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লিংক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪