Ajker Patrika

এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ৪৬
Thumbnail image

সিলেট জেলার স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের নিয়ে এইচআইভি/এইডস ও হিজড়া এবং যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. স্বপ্নিল সৌরভ রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মে জয় দত্ত, শহর সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় শাখার সিনিয়র সহসভাপতি সুনির্মল সেনসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট ডিআইসি ম্যানেজার মো. জহিরুল ইসলাম, বাংলাদেশে হিজড়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।

অতিথিদের বক্তব্যে ডেপুটি সিভিল ডা. জন্মে জয় দত্ত বলেন, ‘এইচআইভি এমন একটি ভাইরাস যার দ্বারা একবার আক্রান্ত হয়ে গেলে আর নির্মূল হয় না। সারা জীবন এ ভাইরাস নিয়ে চলতে হয় এবং নিয়মিত চিকিৎসার আওতায় না থাকলে অকাল মৃত্যু হয়। তাই আমাদের সবার উচিত এইচআইভি প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, সাংবাদিক সাত্তার আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত