ওমর ফারুক, ঢাকা
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এই মুহূর্তে দুবাইয়ে বাংলাদেশ অলরাউন্ডার রুমানা আহমেদ। আজ তাঁর ম্যাচ আছে জাহানারাদের বিপক্ষে। এবার টুর্নামেন্ট নিয়ে ব্যস্ততা থাকায় ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়েছে তাঁর। গতকাল সকালে আজকের পত্রিকাকে রুমানা জানান, দুবাইয়ে ঈদের দিনটা কেটেছে অনুশীলন করে। বাইরে যাওয়ার সময়ই ছিল না। ঈদের আনন্দে পূর্ণতা না পেলেও তাঁর ভাবনাজুড়ে এখন নতুন চ্যালেঞ্জ।
নিউজিল্যান্ডে হওয়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি রুমানার। নিজের পারফরম্যান্সে নিজেই হতাশ বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। দুবাইয়ে যাওয়ার আগে রুমানা বলছিলেন, ‘বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে খুবই হতাশ। ব্যাটিংয়ে তো ভালো হয়ইনি, বোলার হিসেবেও ভালো করতে পারিনি।’
বিশ্বকাপের ৭ ম্যাচে ব্যাটিংয়ে ৬১ রান আর বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন রুমানা। সর্বোচ্চ ইনিংস ছিল ২১ রানের। এমন মলিন পারফরম্যান্সের পর নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ রুমানার সামনে। সেটি তিনি নিচ্ছেনও। বলেন, ‘বিশ্বকাপে দুর্বলতা কাটিয়ে উন্নতি করতে কাজ করছি। সামনের খেলাগুলোয় যেন ভালো করতে পারি। সে লক্ষ্যেই এগোচ্ছি।’
বিশ্বকাপে ভালো করতে না পারলেও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের ‘ফিফটি’ পূর্ণ করেছেন। তবে রুমানা চাইছেন দ্রুত বোলিং-ব্যাটিংয়ে উন্নতি করতে। ব্যাটিং-বোলিংয়ে উন্নতি করতে ভালো একটি প্ল্যাটফর্ম দরকার। অবশ্যই জাতীয় দলই নারী ক্রিকেটারদের সেরা প্ল্যাটফর্ম। তবে আন্তর্জাতিক ম্যাচ, সিরিজ, টুর্নামেন্ট কম থাকায় মেয়েদের নিয়মিত খেলার সুযোগ কম। এ ক্ষেত্রে দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক বড় সুযোগ, মনে করেন রুমানা। এ বিষয়ে বলতে গিয়ে রুমানা জানান সর্বশেষ বিশ্বকাপ তাঁদের ভাবনা কতটা বদলে দিয়েছে, ‘এ টুর্নামেন্টের (বিশ্বকাপ) পর আমাদের ভাবনা অনেকটা বদলেছে। যত বেশি ম্যাচ খেলব, তত বেশি অভিজ্ঞ হব। আমরা যারা ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছি, শুধু ফেয়ারব্রেক নয়, আইপিএল, বিগ ব্যাশ—এসব টুর্নামেন্টে যখন আমরা যাব, নিজেদের আরও অভিজ্ঞ করে গড়ে তুলতে পারব।’
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে রুমানা নিজের ভাবনা আরও পরিষ্কার করেছেন এভাবে, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বসেরা ক্রিকেটাররা খেলে। তাদের সঙ্গে অনুশীলন করা, ড্রেসিংরুম ভাগাভাগি করা, একসঙ্গে খেলা, এটা অন্য রকম অভিজ্ঞতা। এ ধরনের অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে লাগবে।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্পষ্ট প্রভাব আছে বর্তমান ছেলেদের ক্রিকেটে। যদিও বাংলাদেশ থেকে কম ক্রিকেটারই খেলার সুযোগ পান বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয়। এ ধরনের টুর্নামেন্টে ধীরে ধীরে খেলতে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরাও। তবে এখনো পর্যন্ত এটি সালমা, জাহানারা, রুমানার মধ্যেই সীমাবদ্ধ। সামনে বাংলাদেশের আরও বেশি খেলোয়াড় দেশের বাইরে লিগে খেলার সুযোগ পাবেন, এটিই প্রত্যাশা রুমানার।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এই মুহূর্তে দুবাইয়ে বাংলাদেশ অলরাউন্ডার রুমানা আহমেদ। আজ তাঁর ম্যাচ আছে জাহানারাদের বিপক্ষে। এবার টুর্নামেন্ট নিয়ে ব্যস্ততা থাকায় ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়েছে তাঁর। গতকাল সকালে আজকের পত্রিকাকে রুমানা জানান, দুবাইয়ে ঈদের দিনটা কেটেছে অনুশীলন করে। বাইরে যাওয়ার সময়ই ছিল না। ঈদের আনন্দে পূর্ণতা না পেলেও তাঁর ভাবনাজুড়ে এখন নতুন চ্যালেঞ্জ।
নিউজিল্যান্ডে হওয়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি রুমানার। নিজের পারফরম্যান্সে নিজেই হতাশ বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। দুবাইয়ে যাওয়ার আগে রুমানা বলছিলেন, ‘বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে খুবই হতাশ। ব্যাটিংয়ে তো ভালো হয়ইনি, বোলার হিসেবেও ভালো করতে পারিনি।’
বিশ্বকাপের ৭ ম্যাচে ব্যাটিংয়ে ৬১ রান আর বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন রুমানা। সর্বোচ্চ ইনিংস ছিল ২১ রানের। এমন মলিন পারফরম্যান্সের পর নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ রুমানার সামনে। সেটি তিনি নিচ্ছেনও। বলেন, ‘বিশ্বকাপে দুর্বলতা কাটিয়ে উন্নতি করতে কাজ করছি। সামনের খেলাগুলোয় যেন ভালো করতে পারি। সে লক্ষ্যেই এগোচ্ছি।’
বিশ্বকাপে ভালো করতে না পারলেও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের ‘ফিফটি’ পূর্ণ করেছেন। তবে রুমানা চাইছেন দ্রুত বোলিং-ব্যাটিংয়ে উন্নতি করতে। ব্যাটিং-বোলিংয়ে উন্নতি করতে ভালো একটি প্ল্যাটফর্ম দরকার। অবশ্যই জাতীয় দলই নারী ক্রিকেটারদের সেরা প্ল্যাটফর্ম। তবে আন্তর্জাতিক ম্যাচ, সিরিজ, টুর্নামেন্ট কম থাকায় মেয়েদের নিয়মিত খেলার সুযোগ কম। এ ক্ষেত্রে দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক বড় সুযোগ, মনে করেন রুমানা। এ বিষয়ে বলতে গিয়ে রুমানা জানান সর্বশেষ বিশ্বকাপ তাঁদের ভাবনা কতটা বদলে দিয়েছে, ‘এ টুর্নামেন্টের (বিশ্বকাপ) পর আমাদের ভাবনা অনেকটা বদলেছে। যত বেশি ম্যাচ খেলব, তত বেশি অভিজ্ঞ হব। আমরা যারা ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছি, শুধু ফেয়ারব্রেক নয়, আইপিএল, বিগ ব্যাশ—এসব টুর্নামেন্টে যখন আমরা যাব, নিজেদের আরও অভিজ্ঞ করে গড়ে তুলতে পারব।’
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে রুমানা নিজের ভাবনা আরও পরিষ্কার করেছেন এভাবে, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বসেরা ক্রিকেটাররা খেলে। তাদের সঙ্গে অনুশীলন করা, ড্রেসিংরুম ভাগাভাগি করা, একসঙ্গে খেলা, এটা অন্য রকম অভিজ্ঞতা। এ ধরনের অভিজ্ঞতা জাতীয় দলেও কাজে লাগবে।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্পষ্ট প্রভাব আছে বর্তমান ছেলেদের ক্রিকেটে। যদিও বাংলাদেশ থেকে কম ক্রিকেটারই খেলার সুযোগ পান বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয়। এ ধরনের টুর্নামেন্টে ধীরে ধীরে খেলতে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরাও। তবে এখনো পর্যন্ত এটি সালমা, জাহানারা, রুমানার মধ্যেই সীমাবদ্ধ। সামনে বাংলাদেশের আরও বেশি খেলোয়াড় দেশের বাইরে লিগে খেলার সুযোগ পাবেন, এটিই প্রত্যাশা রুমানার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪