Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ০৮
এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

তুফান (বাংলা সিনেমা)

অভিনয়: শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর

মুক্তি: চরকি, হইচই, ১৯ সেপ্টেম্বর

গল্পসংক্ষেপ: গালিবের জন্মের সময় মারা যায় তার মা। গালিবের যুবক বয়সে তার বাবা গনি মিয়া কুখ্যাত শেনাওয়াজের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে হত্যা করে শেনাওয়াজ। যুবক গালিব তখন শেনাওয়াজের শিরশ্ছেদ করে পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়। গালিবকে গ্রেপ্তার করতে পুলিশ এলে গ্যাংস্টার বশির টাকার বিনিময়ে গালিবকে তার কাছে রেখে দেয়। এভাবেই ধীরে ধীরে গালিব হয়ে ওঠে গ্যাংস্টার তুফান।

জো তেরা হ্যায় ও মেরা হ্যায় (হিন্দি সিনেমা)

অভিনয়: পরেশ রাওয়াল, অমিত সিয়াল, সোনালি কুলকার্নি

মুক্তি: ২০ সেপ্টেম্বর, জিও সিনেমা

গল্পসংক্ষেপ: গোবিন্দ লাল মেহতা একা বাড়িতে থাকে। নিজ হাতে সাজানো একতলা বাড়িটা দৃষ্টিনন্দন। বাড়ি খুঁজতে এসে গোবিন্দের সঙ্গে পরিচয় হয় মিতেশ মেঘানির। গোবিন্দ জানায়, এই বাড়ি সে বিক্রি করবে না, যত দিন বেঁচে থাকে, এই বাড়িতেই শান্তিতে বসবাস করতে চায়। গোবিন্দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মেঘানির। একদিন নেশার ঘোরে গোবিন্দ বলে, মরার আগে বাড়িটা সে মিতেশকে লিখে দিয়ে যাবে। পরদিন থেকে বাড়ির মালিকানা পাওয়ার লোভে গোবিন্দকে খুশি রাখতে উঠেপড়ে লাগে মিতেশ। ঘোষণা দেয়, এখন থেকে এই বাড়ির যাবতীয় খরচ সে বহন করবে। শুধু তা-ই নয়, গোবিন্দর ইচ্ছা পূরণেও সাধ্যের পুরোটা দিয়ে চেষ্টা করে সে। কিন্তু শেষ পর্যন্ত বাড়ির মালিকানা সে পাবে তো?

দ্য পেঙ্গুইন (ইংরেজি সিরিজ)

অভিনয়ে: কলিন ফারেল, ক্রিস্টিন মিলিওটি

মুক্তি: ২০ সেপ্টেম্বর, জিও সিনেমা

গল্পসংক্ষেপ: ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’-এর স্পিন অব ‘দ্য পেঙ্গুইন’। ডিসি কমিকস অবলম্বনে তৈরি এই সিরিজের গল্প মূলত অসওয়াল্ট কোবলপট বা ওজ কবকে ঘিরে। পূর্ব আমেরিকার গোথাম শহরে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী, নৃশংস আর ভয়ানক ব্যক্তি হিসেবে পেঙ্গুইন নামে ওজ কবের বেড়ে ওঠার কাহিনি দেখা যাবে এতে।

হিজ থ্রি ডটার (ইংরেজি সিনেমা)

অভিনয়ে: ক্যারি কুন, এলিবেথ ওলসেন, নাতাশা লিওন

মুক্তি: ২০ সেপ্টেম্বর, নেটফ্লিক্স

গল্পসংক্ষেপ: মৃত্যুপথযাত্রী এক ব্যক্তি আর তার তিন মেয়েকে নিয়ে গল্প। জীবনের শেষ দিনগুলোতে বাবাকে দেখাশোনা করতে নিউইয়র্কে চলে আসে মেয়েরা। এক মেয়ে র‍্যাচেল, আগে থেকেই ছিল বাবার সঙ্গে। বাকি দুই মেয়ে কেটি ও ক্রিস্টিনও এসে ওঠে বাবার অ্যাপার্টমেন্টে। বাবার সেবা করতে এসে নিজেদের ভেঙে যাওয়া সম্পর্কের মুখোমুখি হয় তিন কন্যা। ক্রমেই বাড়ে পারবারিক উত্তেজনা।

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত