মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
কক্সবাজারে আওয়ামী লীগের কোন্দল ও সংঘাত দীর্ঘদিনের। সম্প্রতি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন, এলাকায় আধিপত্য ও নেতৃত্ব নিয়ে এ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি দলের নেতারা ব্যক্তিগত সুবিধা ও আত্মীয়-স্বজনকে দলে প্রতিষ্ঠিত করতেও নানাভাবে দ্বন্দ্বে জড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে দলটিতে একাধিক ধারা ও উপধারা সৃষ্টি হয়েছে।
এই অস্থিরতার মধ্যে আজ বুধবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় দলের জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টার দিকে শহরের মোটেল উপলের জারা কনভেনশনে এ সভার আয়োজন করা হয়েছে। এতে জেলার চার পৌরসভা ও ৭১ ইউনিয়নের এবং দলের সহযোগী সংগঠনের ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রতিনিধি সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ সভায় দলের প্রভাবশালী নেতা, সাংসদ ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে অভিযোগ করতে চান বলে দলের একাধিক নেতা জানান। এর আগে কেন্দ্রের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাংসদদের দূরত্ব কমাতে একাধিকবার বৈঠক করেও ফল পাননি।
দলের নেতারা জানান, দলের একটি ধারায় রয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া। এই গ্রুপের কর্মকাণ্ড মেয়র মুজিবুর রহমানকে কেন্দ্র করেই চলছে।
আরেকটা গ্রুপে আছেন কক্সবাজার-১ আসনের সাংসদ চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সারওয়ার কমল। এই গ্রুপের কার্যক্রম চলে জাফর আলমকে ঘিরে। এই দুই ধারার সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভক্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারকে ঘিরে সরকারের অন্তত ৭২টি বড় প্রকল্পের উন্নয়নকাজ চলছে। এসব কাজে সুবিধা নেওয়া, আধিপত্য ও ব্যবসা-বাণিজ্য নিয়ে নেতাদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দলের কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছিল। এবার প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দল গোছানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
দলের কয়েকজন নেতা জানান, জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ৩১ জানুয়ারি। এ ছাড়া উপজেলা ও পৌরসভা কমিটিগুলোও মেয়াদোত্তীর্ণ। সামনের জেলা সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘিরে দ্বন্দ্ব হানাহানি পর্যায়ে যাবে। ইতিমধ্যে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা ও পৌরসভা কমিটির বেশির ভাগই পৃথক কর্মসূচি পালন করছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, কিছু নেতা ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করছে, যা ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দেখা গেছে। এসব বিষয়ে তৃণমূল সভায় খোলামেলা কথা হবে।
কক্সবাজার-১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, দলে সুবিধাবাদীদের একটি চক্র দলকে ক্ষতিগ্রস্ত করছে। অতীতের চেয়ে চকরিয়া ও পেকুয়ায় আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সুশৃঙ্খল ও বড় দল। তারপরও জেলা কমিটিতে কোনো বিরোধ নেই। যাঁরা দলের পদে থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলের বিরুদ্ধে করেছে তাঁদের বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৩১ মার্চের মধ্যে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন সম্পন্ন হবে। এরপর উপজেলা ও জেলার সম্মেলন করার সিদ্ধান্ত রয়েছে।’
কক্সবাজারে আওয়ামী লীগের কোন্দল ও সংঘাত দীর্ঘদিনের। সম্প্রতি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন, এলাকায় আধিপত্য ও নেতৃত্ব নিয়ে এ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি দলের নেতারা ব্যক্তিগত সুবিধা ও আত্মীয়-স্বজনকে দলে প্রতিষ্ঠিত করতেও নানাভাবে দ্বন্দ্বে জড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে দলটিতে একাধিক ধারা ও উপধারা সৃষ্টি হয়েছে।
এই অস্থিরতার মধ্যে আজ বুধবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় দলের জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টার দিকে শহরের মোটেল উপলের জারা কনভেনশনে এ সভার আয়োজন করা হয়েছে। এতে জেলার চার পৌরসভা ও ৭১ ইউনিয়নের এবং দলের সহযোগী সংগঠনের ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রতিনিধি সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ সভায় দলের প্রভাবশালী নেতা, সাংসদ ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে অভিযোগ করতে চান বলে দলের একাধিক নেতা জানান। এর আগে কেন্দ্রের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাংসদদের দূরত্ব কমাতে একাধিকবার বৈঠক করেও ফল পাননি।
দলের নেতারা জানান, দলের একটি ধারায় রয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া। এই গ্রুপের কর্মকাণ্ড মেয়র মুজিবুর রহমানকে কেন্দ্র করেই চলছে।
আরেকটা গ্রুপে আছেন কক্সবাজার-১ আসনের সাংসদ চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সারওয়ার কমল। এই গ্রুপের কার্যক্রম চলে জাফর আলমকে ঘিরে। এই দুই ধারার সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভক্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারকে ঘিরে সরকারের অন্তত ৭২টি বড় প্রকল্পের উন্নয়নকাজ চলছে। এসব কাজে সুবিধা নেওয়া, আধিপত্য ও ব্যবসা-বাণিজ্য নিয়ে নেতাদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দলের কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছিল। এবার প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দল গোছানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
দলের কয়েকজন নেতা জানান, জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ৩১ জানুয়ারি। এ ছাড়া উপজেলা ও পৌরসভা কমিটিগুলোও মেয়াদোত্তীর্ণ। সামনের জেলা সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘিরে দ্বন্দ্ব হানাহানি পর্যায়ে যাবে। ইতিমধ্যে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা ও পৌরসভা কমিটির বেশির ভাগই পৃথক কর্মসূচি পালন করছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, কিছু নেতা ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করছে, যা ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দেখা গেছে। এসব বিষয়ে তৃণমূল সভায় খোলামেলা কথা হবে।
কক্সবাজার-১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, দলে সুবিধাবাদীদের একটি চক্র দলকে ক্ষতিগ্রস্ত করছে। অতীতের চেয়ে চকরিয়া ও পেকুয়ায় আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সুশৃঙ্খল ও বড় দল। তারপরও জেলা কমিটিতে কোনো বিরোধ নেই। যাঁরা দলের পদে থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলের বিরুদ্ধে করেছে তাঁদের বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৩১ মার্চের মধ্যে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন সম্পন্ন হবে। এরপর উপজেলা ও জেলার সম্মেলন করার সিদ্ধান্ত রয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫