বেরোবি প্রতিনিধি
পাঠক, লেখক ও দর্শনার্থীর পদচারণে জমে উঠছে বইমেলা। গুনগুন-রণনের আয়োজনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে ছয় দিনব্যাপী মেলার চতুর্থ দিনে গতকাল বুধবার দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বুধবার বিকেল থেকে বইমেলা ঘুরে দেখা যায়, অনেকেই দল বেঁধে বইমেলায় আসছেন। কেউ প্রিয় মানুষকে নিয়ে, কেউ আবার বন্ধুবান্ধবকে নিয়ে, কেউবা পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসেছেন। শিশু, কিশোর-কিশোরীরাও এসেছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন মেলায় আসা নতুন বইগুলো। পছন্দমতো বইও কিনছেন।
বইমেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী খায়রুন্নাহার মণি। সঙ্গে রয়েছে ছেলে ও মেয়ে। কথা হলে খায়রুন্নাহার মণি বলেন, ‘অনেক দিন পর বইমেলায় এসে খুব ভালো লাগছে। তবে শিশুদের জন্য একটা শিশু কর্নার থাকলে ভালো হতো।’
সোহানুর রহমান শাকিল নামে একজন বলেন, ‘আমি বইমেলায় সুযোগ পেলেই চলে আসি। স্টলে স্টলে ঘুরি আর বই কিনি। মেলার শেষ দিকে মানুষের ব্যাপক উপস্থিতি হচ্ছে। বাকি দিনগুলোতে বইপ্রেমী পাঠক, দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।’
লেখক রেজাউল করিম মুকুল বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমরা সবাই বইমেলায় আগের মতো আসতে পারছি এটা অনেক বড় বিষয়। আমি প্রতিদিনই আসছি কবি-পাঠকদের মিলনমেলায়। পাঠকেরা বই নিচ্ছেন, তাঁদের সঙ্গে দেখা হচ্ছে।’
বইমেলা দেখতে আসা কৈশিক রায় ও মাহফুজুর রহমান জানান, এবারের বই মেলায় বেরোবির চারজন লেখকের বই পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনেক নতুন নতুন বই পাওয়া যাচ্ছে। প্রতি বছর মেলা আয়োজনের দাবি জানান তাঁরা।
বেরোবির তরুণ কবি মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘বই মেলায় আমার লেখা ‘শয়তানগ্রহ’ বইটি পাওয়া যাচ্ছে। বইটি মেলায় ব্যাপক সাড়া ফেলছে। অনেকেই বইটি কিনছেন। ভালো লাগছে। আমি চাই সবাই বই মেলায় আসুন, বই কিনুন।’
ব্রুডা স্টলের বিক্রয় প্রতিনিধি জসীম উদ্দীন রিয়াজ বলেন, ‘মেলা শুরু হওয়ার পর প্রথম দিকে তেমন একটা না জমলেও, শেষ দুই দিন বইপ্রেমী ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বেচাবিক্রিও।’
আইডিয়া প্রকাশনের প্রকাশক সাকিল মাসুদ বলেন, ‘চমৎকার আয়োজনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবারের গুনগুন-রণন বইমেলা। বই বিক্রি ভালো হচ্ছে। অন্যবারের তুলনায় এবার লোকসমাগমও বেশি। পাঠকদের চাহিদা মেটাতে আমাদের স্টলে যথেষ্ট বই মজুত রাখা আছে। প্রতিদিন বিকেল থেকে মানুষের উপস্থিতি বেড়ে যায়।’
আয়োজক কমিটির উমর ফারুক জানান, অন্যবারের তুলনায় পাঠক-লেখকদের সমাগম বেশি লক্ষ করা যাচ্ছে এবার। এবার মেলা প্রাঙ্গণে ২৭টি স্টল বসেছে। বাকি দিনগুলোতে মানুষের সমাগম আরও বাড়বে।’
পাঠক, লেখক ও দর্শনার্থীর পদচারণে জমে উঠছে বইমেলা। গুনগুন-রণনের আয়োজনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে ছয় দিনব্যাপী মেলার চতুর্থ দিনে গতকাল বুধবার দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বুধবার বিকেল থেকে বইমেলা ঘুরে দেখা যায়, অনেকেই দল বেঁধে বইমেলায় আসছেন। কেউ প্রিয় মানুষকে নিয়ে, কেউ আবার বন্ধুবান্ধবকে নিয়ে, কেউবা পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসেছেন। শিশু, কিশোর-কিশোরীরাও এসেছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন মেলায় আসা নতুন বইগুলো। পছন্দমতো বইও কিনছেন।
বইমেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী খায়রুন্নাহার মণি। সঙ্গে রয়েছে ছেলে ও মেয়ে। কথা হলে খায়রুন্নাহার মণি বলেন, ‘অনেক দিন পর বইমেলায় এসে খুব ভালো লাগছে। তবে শিশুদের জন্য একটা শিশু কর্নার থাকলে ভালো হতো।’
সোহানুর রহমান শাকিল নামে একজন বলেন, ‘আমি বইমেলায় সুযোগ পেলেই চলে আসি। স্টলে স্টলে ঘুরি আর বই কিনি। মেলার শেষ দিকে মানুষের ব্যাপক উপস্থিতি হচ্ছে। বাকি দিনগুলোতে বইপ্রেমী পাঠক, দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।’
লেখক রেজাউল করিম মুকুল বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমরা সবাই বইমেলায় আগের মতো আসতে পারছি এটা অনেক বড় বিষয়। আমি প্রতিদিনই আসছি কবি-পাঠকদের মিলনমেলায়। পাঠকেরা বই নিচ্ছেন, তাঁদের সঙ্গে দেখা হচ্ছে।’
বইমেলা দেখতে আসা কৈশিক রায় ও মাহফুজুর রহমান জানান, এবারের বই মেলায় বেরোবির চারজন লেখকের বই পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনেক নতুন নতুন বই পাওয়া যাচ্ছে। প্রতি বছর মেলা আয়োজনের দাবি জানান তাঁরা।
বেরোবির তরুণ কবি মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘বই মেলায় আমার লেখা ‘শয়তানগ্রহ’ বইটি পাওয়া যাচ্ছে। বইটি মেলায় ব্যাপক সাড়া ফেলছে। অনেকেই বইটি কিনছেন। ভালো লাগছে। আমি চাই সবাই বই মেলায় আসুন, বই কিনুন।’
ব্রুডা স্টলের বিক্রয় প্রতিনিধি জসীম উদ্দীন রিয়াজ বলেন, ‘মেলা শুরু হওয়ার পর প্রথম দিকে তেমন একটা না জমলেও, শেষ দুই দিন বইপ্রেমী ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বেচাবিক্রিও।’
আইডিয়া প্রকাশনের প্রকাশক সাকিল মাসুদ বলেন, ‘চমৎকার আয়োজনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবারের গুনগুন-রণন বইমেলা। বই বিক্রি ভালো হচ্ছে। অন্যবারের তুলনায় এবার লোকসমাগমও বেশি। পাঠকদের চাহিদা মেটাতে আমাদের স্টলে যথেষ্ট বই মজুত রাখা আছে। প্রতিদিন বিকেল থেকে মানুষের উপস্থিতি বেড়ে যায়।’
আয়োজক কমিটির উমর ফারুক জানান, অন্যবারের তুলনায় পাঠক-লেখকদের সমাগম বেশি লক্ষ করা যাচ্ছে এবার। এবার মেলা প্রাঙ্গণে ২৭টি স্টল বসেছে। বাকি দিনগুলোতে মানুষের সমাগম আরও বাড়বে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪