Ajker Patrika

বৃষ্টিতে বিপাকে দিনমজুরেরা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪২
বৃষ্টিতে বিপাকে দিনমজুরেরা

বৃষ্টিতে কাজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বুধবার সকাল থেকেই কখনো গুড়িগুড়ি কখনো বা মুষলধারে বৃষ্টি পড়ে। শ্রমজীবী মানুষের পাশাপাশি স্বাভাবিকযাত্রায়ও ব্যাঘাত ঘটছে।

দিনভর বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল ছিল না বললেই চলে। উপজেলা শহরে প্রতিদিনই যেখানে যানজট লেগে থাকত বৃষ্টির কারণ সেই সড়ক ছিল একেবারে ফাঁকা।

ভ্যানচালক আবুল কালাম (৫৪) বলেন, ‘আজ (বুধবার) সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রী একেবারেই নেই। প্রতিদিন যেখানে ৫ থেকে ৭ শ টাকা আয় করি, সেখানে আজ মাত্র ১০০ টাকা এখন পর্যন্ত পেয়েছি।’

ফাস্ট ফুড ব্যবসায়ী মাহমুদ বলেন, ‘সারা দিনই ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। এ কারণে বাজারে মানুষ নেই। খুব দরকার না হলেও কেউই বের হচ্ছে না৷ বেচা-কেনা নেই বললেই চলে। প্রতিদিন যা বিক্রি করি তার অর্ধেক টাকাও আজ বিক্রি করতে পারিনি।’

নান্নু মোল্লা নামে এক দিনমজুর বলেন, ‘কাজের সন্ধানে বের হলেও বৃষ্টির কারণে কাজ মেলেনি। দিন শেষে খালি হাতে বাসায় ফিরতে হবে আমাকে।’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত