Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৯
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

শরীয়তপুর সদর উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। ওই ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম গতকাল বুধবার সদরের পালং মডেল থানাকে মামলাটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। মামলায় মাসুদ রানা (২৩) ও শোলপারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মোল্যাকে আসামি করা হয়েছে। মামলার পর থেকে মাসুদ রানা পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার ১৭ বছর বয়সের কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাদের পাশের ইউনিয়নের মাসুদ রানা (২৩) নামে এক বখাটে গত দুই বছর ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিস হয়েছে। কিন্তু তারপরও মাসুদ ওই ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল। করোনা মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিদ্যালয় খোলায় নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে শুরু করে ওই শিক্ষার্থী। তখন থেকে পুনরায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করে মাসুদ।

গত ২৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে মটরসাইকেলে তুলে নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্য হারুন মোল্লা ও তার সহযোগীরা। আগে থেকেই হারুন মোল্লার বাড়িতে অবস্থান করতে থাকা অভিযুক্ত মাসুদের কাছে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। এরপর শোলপাড়া ইউনিয় পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মোল্লার সহায়তায় ওই বাড়িতেই তাকে ধর্ষণ করেন মাসুদ রানা। ধর্ষণের পর ওই দিনই মাসুদ ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে হারুন মোল্লার সহায়তা স্থানীয়দের কাছে বিষয়টি সমাধানের কথা বলে পালিয়ে যায় মাসুদ।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তাই আদালতের দ্বারস্ত হয়েছি। আমি মেয়ের ধর্ষণের ঘটনার ন্যায় বিচার চাই।

শোলপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মোল্লা বলেন, স্থানীয় ভাবে মুরব্বিদের নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম সজীব জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র‍্যাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আদালতের আদেশের কপি হাতে পৌঁছায়নি। তা থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত