Ajker Patrika

ফুলতলায় মধু চাষে বাজিমাত কালামের

নেসার উদ্দিন, ফুলতলা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ২২
ফুলতলায় মধু চাষে বাজিমাত কালামের

আধুনিক প্রযুক্তিতে মৌমাছি পালন ও মধু উৎপাদনে স্বাবলম্বী হয়েছেন ফুলতলার দামোদর গ্রামের আবুল কালাম সরদার (৫৫)। আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিশোধিত মধু উৎপাদন করেন তিনি। এতে তাঁর বার্ষিক লাভ প্রায় ৯ লাখ টাকা।

আবুল কালাম শুধু নিজে স্বাবলম্বী নন, অন্যদেরও স্বাবলম্বী করতে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ‘খুলনা মৌ-চাষী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি। বর্তমানে তাঁর উৎপাদিত মধু দেশের সীমানা পেরিয়ে ভারত, কুয়েত ও সৌদিতে রপ্তানি হচ্ছে।

১৯৮৩ সালে এসএসসি পরীক্ষা দিয়ে দামোদর গ্রামের মৃত আকাম সরদারের পুত্র আবুল কালাম সরদার বিসিকের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প) আওতায় মৌচাষ (মৌমাছি পালন ও মধু উৎপাদন) বিষয়ক দুই মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাকে মৌমাছিসহ একটি বাক্স প্রদান করা হয়।

আর্থিক অসচ্ছলতার কারণে পিতার মৃত্যুর পর তাঁর ছোট্ট মুদি দোকানেও সময় দিতে হয় তাকে। ফলে লেখাপড়া বন্ধ হয়ে যায়। ২০০২ সালে বিসিক থেকে ২৮ হাজার টাকা দিয়ে ১১টি বাক্স অর্থাৎ ৩৩টি ফ্রেম মৌমাছিসহ ক্রয় করেন আবুল কালাম। প্রথম মৌসুমে মধু থেকে ৬০ হাজার টাকা লাভ হয়। পরের বছর আরও ৩৫ বাক্স তৈরি করে মৌমাছি পালন ও মধু উৎপাদনে নেমে পড়েন। ওই বছর লাভের পরিমাণ ছিল লক্ষাধিক টাকা। এভাবে পর্যায়ক্রমে বর্তমানে এসে ২৫০ বাক্সে ফ্রেম সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারে। বার্ষিক মধু উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ মণ-এ।

মৌচাষি আবুল কালাম বলেন, আন্তর্জাতিক বাজারে অন্যান্য দেশের উৎপাদিত মধুর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে অপরিশোধিত মধু থেকে ৮ শতাংশ পানি এবং ৩ শতাংশ অপদ্রব্য বের করে ফেলা হয়। ফলে পরিশোধিত মধু কিছুটা ঘন এবং দীর্ঘদিন গুণগত মান বজায় থাকে। গত বছর ১২ লাখ টাকায় চীন থেকে মধু পরিশোধিত মেশিন আনা হয়েছে। নিজের উৎপাদিত মধু ছাড়াও খুলনা, সাতক্ষীরা বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে মধু চাষি ও ব্যবসায়ীরা কেজি প্রতি ২০ টাকা হারে অপরিশোধিত মধু শোধন করে নিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, এখানকার মধুর গুণগত মান ভালো হওয়ায় দেশে ও দেশের বাইরে চাহিদা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত