Ajker Patrika

শনাক্ত আরও একজন সুস্থ হলেন তিনজন

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ১০
শনাক্ত আরও একজন  সুস্থ হলেন তিনজন

সিলেটে ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে তাঁকে শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ১৭ শতাংশ। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা বা উপসর্গে কেউ মারা যাননি। নতুন শনাক্ত নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৯৯৮ জন। এঁদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৭ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৭৭ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৬১ জন।

সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৭ জন। সুনামগঞ্জে ৭৪ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিনজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বিভাগের চার জেলায় তিনজন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত