Ajker Patrika

‘মিলিটারি’ কবিরাজকে কারাদণ্ড ও জরিমানা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৬: ৩৩
Thumbnail image

যশোর সদরের আলোচিত ও বিতর্কিত ‘মিলিটারি’ কবিরাজ খন্দকার কবির হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। খন্দকার কবির হোসেন মিলিটারি কবিরাজ হিসেবে পরিচিত ছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কবির হোসেনকে জরিমানা ও কারাদণ্ড দেন। এ সময়ে তাঁর আস্তানা থেকে বিপুল পরিমাণ শুকনা গাছ, লতা ও গাছের শিকড় জব্দ করা হয়। অভিযানের সময় যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার কবির হোসেনের আসল বাড়ি বরিশালে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ‘কবিরাজ খন্দকার দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

এম নাজিউর রহমান বলেন, ‘এটি যশোরের কবিরাজদের জন্য সতর্ক বার্তা। যারা নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত