Ajker Patrika

প্রতারিত হয়ে নিজেই নামলেন প্রতারণায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ১১
প্রতারিত হয়ে নিজেই নামলেন প্রতারণায়

এসএসসি পাসের পর চাকরি খুঁজছিলেন কারিশমা আক্তার। অনলাইনে বিজ্ঞাপন দেখে ‘এনএইচ সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে সিভি পাঠান। দুদিন পরেই তাঁকে প্রতিষ্ঠান থেকে ফোন করা হয়। কল সেন্টারের চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়। ডাকা হয় ইন্টারভিউয়ের জন্যও। সেখানে গেলে কারিশমার কাছ থেকে আবেদন ফরম বাবদ ৫০০ টাকা নেয় প্রতিষ্ঠানটি। এমনকি চাকরির নিয়োগপত্রও হাতে তুলে দেওয়া হয়। সে জন্য তাঁর কাছ থেকে আরও সাড়ে তিন হাজার টাকা দাবি করা হয়। এই টাকা দিয়েও চাকরি আর পাননি কারিশমা। প্রতিষ্ঠানটির কাছে কারিশমার মতো অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ আসে র‍্যাবের কাছে।

গতকাল বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে সেই প্রতিষ্ঠানের কথিত হেড অব ব্রাঞ্চ সালমা আক্তার মুন্নিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার বিকেলেই কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন। তিনি বলেন, ‘অনলাইনে সাবেক আর্মি অফিসারের বডিগার্ড, বাসাবাড়ির নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে একটি চক্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছিল। তারা আকর্ষণীয় বেতনের প্রলোভনে চাকরিপ্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল।’

র‍্যাব জানায়, মাদারীপুরের প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত পরিবারের মেয়ে মুন্নি। এইচএসসি পাসের পর ঢাকার মহাখালীতে এনএইচ সিকিউরিটি সার্ভিস নামের একই প্রতিষ্ঠানে চাকরি নিতে এসে তিনিও প্রতারিত হয়েছিলেন। পরে প্রতিষ্ঠানের মালিক প্রতারক হাবিবের সহযোগিতায় একই নামে খিলক্ষেতে প্রতিষ্ঠান খোলেন মুন্নি।’ পলাতক হাবিবকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত