Ajker Patrika

বন্যার ক্ষত রয়ে গেছে সড়কে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৪: ৩০
বন্যার ক্ষত রয়ে গেছে সড়কে

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় স্মরণকালের দীর্ঘস্থায়ী বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তাঘাট ও ড্রেনের। বন্যায় পৌরসভার ১১ কিলোমিটার রাস্তাসহ ড্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা বলে দাবি পৌর কর্তৃপক্ষের।

পৌর এলাকার বিভিন্ন স্থান দেখা গেছে, গত বন্যায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তিন গ্রাম, ২ নম্বর ওয়ার্ডের দুই গ্রাম, ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত উপজেলা প্রশাসন এলাকা, সদর হাসপাতালসহ সাতটি এলাকা, ৪, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা প্লাবিত হয় এবং বন্যা প্রায় ১ মাস স্থায়ী হয়। বন্যায় ৬ নম্বর ওয়ার্ডের গুগালীছড়া খালের তিন স্থানে ভাঙন দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা তারেক আহমদ, মাহবুব হোসেন, সাঈফ কামাল বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর আবাসিক এলাকার নতুন ও পুরোনো সড়কে ব্যাপক ভাঙন এবং খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব খানাখন্দ কাদাপানিতে ভরপুর হয়ে যায়। তখন চলাচলে আরও বেশি ভোগান্তি হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, দীর্ঘস্থায়ী এই বন্যায় পৌর এলাকার শহর ও পাড়া মহল্লার বিভিন্ন রাস্তার প্রায় ১১ কিলোমিটার ক্ষতি হয়েছে। এ ছাড়া পুরোনো ড্রেনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির আর্থিক পরিমাণ ২৭ কোটি টাকা।

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, স্বল্প আয়ের পৌরসভার সংস্থাপন ব্যয়ভার মিটিয়ে বিদ্যমান ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনরায় মেরামত করা পৌরসভার সক্ষমতার বাইরে। এ জন্য উন্নয়ন সহায়তা তহবিলের প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত