Ajker Patrika

৭৫ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
৭৫ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ষষ্ঠ ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট আজ সোমবার। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো উপজেলার সব কটি ইউপিতেই ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ৯টি ইউপির ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সে জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

যেসব ইউপিতে আজ নির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, নারান্দী, হোসেন্দী, চন্ডিপাশা ও সুখিয়া। এসব ইউপিতে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।

৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ বুথের সংখ্যা ৫৬৭টি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসি। নির্বাচন সামনে রেখে গতকাল বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। নিজ নিজ কেন্দ্রের পক্ষে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম।

সকাল ১০টার দিকে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে ব্রিফ করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোনাহর আলী, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদ (ইনু) দলগতভাবে প্রার্থী দিয়েছে। দলগতভাবে বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকটি ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির নেতারা। তবে বেশির ভাগ ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ৯টি ইউপির প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ এবং গুরুত্ব বিবেচনা করে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৭০টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ওই সব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ভোটের দিন পুরো পাকুন্দিয়ায় পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রয়োজনীয় সবকিছুই করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ভোট গ্রহণ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য মাঠে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া সব কটি ইউনিয়নে আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত