সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
ষষ্ঠ ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট আজ সোমবার। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো উপজেলার সব কটি ইউপিতেই ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ৯টি ইউপির ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সে জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।
যেসব ইউপিতে আজ নির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, নারান্দী, হোসেন্দী, চন্ডিপাশা ও সুখিয়া। এসব ইউপিতে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।
৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ বুথের সংখ্যা ৫৬৭টি
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসি। নির্বাচন সামনে রেখে গতকাল বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। নিজ নিজ কেন্দ্রের পক্ষে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম।
সকাল ১০টার দিকে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে ব্রিফ করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোনাহর আলী, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদ (ইনু) দলগতভাবে প্রার্থী দিয়েছে। দলগতভাবে বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকটি ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির নেতারা। তবে বেশির ভাগ ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ৯টি ইউপির প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ এবং গুরুত্ব বিবেচনা করে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৭০টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ওই সব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ভোটের দিন পুরো পাকুন্দিয়ায় পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রয়োজনীয় সবকিছুই করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ভোট গ্রহণ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য মাঠে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া সব কটি ইউনিয়নে আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম তৎপর রয়েছে।
ষষ্ঠ ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট আজ সোমবার। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো উপজেলার সব কটি ইউপিতেই ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ৯টি ইউপির ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সে জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।
যেসব ইউপিতে আজ নির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, নারান্দী, হোসেন্দী, চন্ডিপাশা ও সুখিয়া। এসব ইউপিতে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।
৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ বুথের সংখ্যা ৫৬৭টি
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসি। নির্বাচন সামনে রেখে গতকাল বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। নিজ নিজ কেন্দ্রের পক্ষে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম।
সকাল ১০টার দিকে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে ব্রিফ করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোনাহর আলী, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদ (ইনু) দলগতভাবে প্রার্থী দিয়েছে। দলগতভাবে বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকটি ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির নেতারা। তবে বেশির ভাগ ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ৯টি ইউপির প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ এবং গুরুত্ব বিবেচনা করে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৭০টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ওই সব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ভোটের দিন পুরো পাকুন্দিয়ায় পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রয়োজনীয় সবকিছুই করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ভোট গ্রহণ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য মাঠে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া সব কটি ইউনিয়নে আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম তৎপর রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪